Thursday, October 31, 2013

সেকেন্ড ইনিংস



সেকেন্ড ইনিংস / পীযূষকান্তি বিশ্বাস

আজ কোনো গোলাবারুদ নয়, বোম্ব ব্লাস্ট নয়
এমন কি খেলনা পিস্তলের ফায়ারিং ও নয়
কোন শব্দ নয় আজ কোনো ।

যুদ্ধ শেষ
ঘরে ফেরার পথ
অবন্তীপুরের ধোঁয়ামাখা মেঘের পাহাড়ী খাদে
চৌচির হেলিকপ্টার...

ছুটিতেও ফেরা হল, কাঁধে, কফিনে
এ মরণকে তাই শহীদ বলে না ।

কোন শব্দ নেই আজ কোনো
যে সব শব্দে, বাক্যরা রূপক হয়                        
কিংবা যে সব শব্দেরা উপমা
তারা নাও হতে পারে কবিতা

তবু শব্দেরা আবার ঘুরে ফিরে আসে বাক্যে, কবির কলমে
উদগ্রীব হয়ে থাকে লেখনীর মুখে   ...

শুধু শহীদ হবার জন্য
মৃত্যুরা...
কোনো দ্বিতীয় সুযোগ দেয় না ।

No comments:

Post a Comment