Sunday, April 27, 2014

তে চল

'তে' চল

প্যারেড গ্রাউন্ডেই সকাল হলো
অনেক পায়ের ভিড়ে লেফট রাইট,
র‍্যাংক ও ফাইল

এভাবেই ক্রমাগত মার্চ
হাঁটু ভেঙে মাটিতে বারংবার  
বেষ্টনি দিয়ে প্রাচীর গেঁথেছি
আড়াল করেছি পর্ণকুটির সংসার

প্রিয় রাষ্ট্র
এই কুটিরেই তোমার জন্ম

এখানেই শিপ্রার বুকে ঢেউ
কিশোর কারাকোরামের নাকের নীচে
সদ্য ওঠা গোঁফ

এরপর এই দিল্লি
এক ইতিহাস,
এক ভূগোল

বেলা বাড়ছে

কুচকাওয়াজ শুরু হলো
বুটে বুটে ইট ভাঙ্গছে, ঘামে ভিজে যাচ্ছে কংক্রিট
দেওয়ালের মত ঠাই দাঁড়িয়ে সাবধানে

এখনো এই দুটি জঙ্ঘা ! 


Quick March


Crowds in the parade ground
in the morning
in rank and files

That's the way we march
bending our knees on the ground
we marched through the native villages

And there you born my dear state
and there the waves grown on the chest Shipra
and there the mustache grown beneath the nose
of the young Karakoram

And then
when the history of Delhi is raped
The sage geography felt whirlwind of high blood pressure
on every colorful page

Amlodipin packets are spreads on parade ground
In the preamble of prose
sweating noon continues
the quick march



Saturday, April 26, 2014

চল ক্যান্টে

চল ক্যান্টে // পীযূষকান্তি বিশ্বাস

চল ক্যান্টে,
যেখানে মাটিতে গেঁথে আছে তাবুর শিকল
অস্ত্রাগারে জমে আছে শুনশানি বারুদ
যেখানে শতাব্দী জুড়ে স্তুপ হয়ে চলেছে
সিপাহীদের নিঃশ্বাস ...


চলো সিঁদ কাটি সিপাহীর ব্যারাক
যেখানে সীমানা রক্ষী লিখছে
রণভুমির রোজ নামচা
আর তূনে তূনে জমে সমর কৌশল

যেখানে নীল পেগাসুস
আহত হওয়ার আগে  সৈনিকের রক্তে ডুব দিয়ে
নিভিয়ে ফেলে হাউৎজারের অ্যাঁক অ্যাঁক ধুঁয়া
বুকের উপর ফাটিয়ে কামানের গোলা
ঘুমিয়ে পড়ে একে একে ব্যাটেলিয়নের
বাঘা হাভিলদার

চলো ক্যান্টে, ঘুম চুরি করি
যেখানে শীতল মানচিত্র
এতটাই উঁচুনিচু গাড়োয়াল
এই কুজ্ঝটিকায় আবৃত এই যুদ্ধের প্রান্তর,
ও দিকটা বারুদের গরম বাজার
এ দিকটা চড়া চাহিদার
শীতল ঘুমের বেচাকেনা ;


যেখানে পাহারায় পাহারায়
প্রতিদিন পা হারায়
ন্যাতিয়ে পড়া ক্লান্ত প্যারেড গ্রাউন্ড...


অলকার মেদভহুল শরীরে নিলামে উঠেছে
ডিফল্টার ঘুমের আড়ত
কোমরের মেদবহুল খাঁজে যদি রাখি একখানি  গ্লসি পেপার
প্রিন্ট হয়ে আসবে এখনি ভাত ঘুম ,

যেখানে  আর এস বি এন গার্ডপোস্ট, টিলাটির  উপর
আঙ্গুলে ট্রিগার চেপে সসস্ত্র যক্ষ,
সমকামী মেঘবালক এসে তার গা ঘসে যায়,
একা,
একাই আমি
একাকী দাড়িয়ে দেখি জ্বলে ওঠা কার্বন

চলো ক্যান্টে,
ঘুম চুরি করি
যেখানে গ্রীন গেরুয়ায় আডজুট্যান্টের দরজা
ম্যাগাজিনের বুলেট গুনতে গুনতে আঙুলের ফাঁকে
একাকী পুড়ে যাচ্ছে আমার ছুটির দিনগুলো

অন্ধকার ঘেরা  ক্রিমেশন প্যারেডে
ওরা ও প্যাটেন্ট করে নিতে চেয়েছিলো
ম্যক্সওয়েলের নরম গদি বিছানা ...
বিক্রি হয়ে যেতে পারে সমস্ত ঘুমকণা

ছাউনিতে ছাউনিতে জমা হয়ে আছে সেই সব অন্ধকার ভল্ট
শহীদের টান টান পিটুইটারী গ্রন্থী থেকে ইনজেকশন আউট করে
বের করে জড়ো করা হচ্ছে এক্সেস ঘুম ডিপোজিট
অনাবৃত পড়ে রয়েছে স্তুপাকৃত ঘুমের বালিয়াড়ি

শত শত সৈনিকের,  আরোও কাঁচা পাকা ঘুম,
প্যাকেট প্যাকেট লিকুইড ঘুম
পলটনে জমা হয়ে জং ছিঁড়ে যায়


চল ক্যান্টে,
ঘুম চুরি করি...