Wednesday, October 2, 2013

পিপাসিত প্যারাস্যুট


পিপাসিত প্যারাস্যুট


পিপাসিত প্যারাস্যুটের প্রতিদিনের প্রাসঙ্গিক সুরাপান
ঘুম ঘুম চোখে ঢুলছে
মাতাল বিমান
বাপ রে  কী রোমান্স!
টানটান শরীর, স্নায়ু-যুদ্ধ, লিঙ্গ উত্তোলন
সিভিল ডিফেন্স, সীমা সুরক্ষা বল
তারপর ?
হিমায়িত ফ্রী-ফল ?

আকাশটা ছাতাকারে মুঠোর ভিতর
একহাতে পানীয়
অন্যহাতে মাটি
রানওয়ের দুপাশে ইতিহাসের সামরিক ঘাটি,
এভাবে অনেকদিন, এরপর অনেক বছর
শ্যাওলায় ঢেকে গেছে জীবাস্ম প্রস্তর 

প্রস্তর তাম্র, প্রস্তর লৌহ , কার্বণ
পিপাসিত প্যারাস্যুট বার মাস তের পার্বন ।


১২ জুন, ১৯৯৭

সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment