Thursday, November 7, 2013

ভয়


ভয়


এত রক্তের প্লাবন
ঘন লাল মৃত্যুদের তবুও সাবলীল সন্তরণ
অনায়াসে পার হয়ে যায় বৈতরণি ।

এই পাহাড়ের ফাটলে
একটি দুটি অক্ষরে, জড়া জড়ি করে
বাঁচিয়ে রেখেছি কবিতা-ইচ্ছে

গার্ডপোস্টেও ঝিমাই না পাছে চার্জসীট হয়ে যায়
শব্দেও মেশাই না কোন জল,
পাছে কখন যে কবিতা হয়ে যায় শিশু খাদ্য
রাত্রে বউকেও জাগাই না
পাছে কখন যে হানা মারে ডোমেস্টিক ভায়োলেন্স

দেওয়ালে দেওয়ালে ভূতের ছায়া
স্কন্ধকাঁটা, ব্রম্মদৈত্য, শাকচুন্নী

ভয়
কোমরে বেল্ট, গুঁজে বিশ রাউণ্ড কার্তুজ
ভাঙা মেরুদন্ডটা জুড়ে নিয়ে 'সাবধানে'  দাঁড়ায়

নাহ !

এবার আমি আগুনের মধ্য দিয়ে যাব ।




১০-১০-২০১৩
পালাম, নতুন দিল্লি

No comments:

Post a Comment