Wednesday, October 2, 2013

যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন


যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন

উড়ানে মিশে গেল একদল রামধনুর ঝাঁক
লুব্ধকের তীব্র আবেগে ছিন্নভিন্ন আকাশে তখন আলোকের জটলা
বেনীআসহকলা...

"মিগ ২৯ ক্রাশড"

আমার প্রিয়ার হাতে
ফিল্ড এরিয়ার স্ট্যাম্প মারা ফ্রী ইনল্যান্ড

দীপ ছিল শিখা ছিল বুকে জ্বলে জ্বলে উদাসী
মৌ ছিল , মধু ছিল ভরা অনাস্বাদিত ,অনাঘ্রাত
মুকুল ছিল, ফুটত হয়তো কলি
ঐ আসে ঐ বুঝি উড়ে আসে অলি...

মেঘের আড়ালে দেখেছ তোমরা আধফালি চাঁদ
তারকাদের মাঝে টুকরা টুকরা বিমানের ধ্বংসাবশেষ

ঐ দেখ, ছত্রভঙ্গ নক্ষত্রদের পশ্চাদ্পসরণ
ডানা ঝাপটায়ে ঘরে ফেরে পরাজিত মেঘ

মিলাচ্ছে রামধনু সন্ধ্যার আকাশে
আমারই চিতার আগুনে

সর্বগ্রাসী আলোক উৎসবে !


১২ অক্টোবর, ১৯৯৭
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment