Monday, October 7, 2013

বিশ বছর পর


বিশ বছর পর

যুদ্ধের স্মৃতিগুলো দিয়েছে ডুব সাঁতার
সপ্ত সাগর আর অসংখ্য নদী
সীমানার ছাড়িয়ে সীমা
ছেড়ে গেছে অনেক রাজ্যপাট

সৈনিকের সংগ্রাম ,
দেশ ভক্তি প্রেম
এখানে ওখানে, শ্যাওলা হয়ে জমে আছে ইটের পাঁজরে,
পুলিশ থানার দেওয়ালে , বাবুদের অফিসে
ছবি হয়ে আছে
অমর জ্যোতি জওয়ান ।

আবার বিশ বছর পর
দেখা হল তোমার আমার
তেমনই দুর্বোধ্য তুমি কবিতার খাতায়
তোমায় লিখতে গিয়ে দেখি
আমার শুধু বানান ভুল হয়ে যায় ।


অথবা সময় হয়েছে বৃদ্ধ
বোকা বাক্সে বন্দী ঘর
নিদেন পক্ষে পাড়াতুত পলিটিক্স
চৌমাথার মোড়
হলুদ ট্যাক্সির হর্ণ, অফিসের ব্যস্ততা
ফুটপাতে চলতে থাকা অগনিত মানুষের ঢল
কুড়ি বছর পর
মুখোমুখি আমি
পার্থ, পলাশ, পুলকের সাথে
হুতাশী দুপুরের উপসংহার
এক দো এক, এক দো এক
বিকেলের কোমল হৃদয় জুড়ে ছুয়ে যায়
মার্চ করে যায় – শহীদ মিনার


জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার
ওদের ইচ্ছে, স্বপ্ন, প্রেমময় অনুভুতি, ভালোলাগা অনুক্ষণ
পুরানো ডায়েরীর জীর্ন পাতা
হারানো লেখা লেখি, বয়ঃসন্ধি প্রেম
ক্যাম্প এরিয়ার ফ্রী ইনল্যান্ড
কোন এক অশরীরী সৈনিকের অপেক্ষায়
তার প্রেমিকার চিঠি

বিশ বিশ বছরের পার
জন্মেছে অনেক ঘাস , গুল্ম লতার ঝাড়
আমাদের একুশ নং সিগনাল ইউনিটে
ডাকঘরের সমাধির উপরে
কারা যেন টাঙিয়ে দিয়ে গেছে
ধাতব টাওয়ার
এই সব স্মৃতিকথা, স্মৃতিপথ মুছে যাওয়া পুরাতন
মাউসের এক ক্লিকে ডিলিট করে দিয়েছে

এয়ারটেল , ভোডাফোন ।



১৭ জুলাই ২০১৩
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment