Tuesday, October 29, 2013

কমান্ডিং অফিসারের ব্লগ



কমান্ডিং অফিসারের ব্লগ


সবাই কমান্ডার নয়
কেউ কেউ সেনাপতি হয় ।

কিছু কিছু সমতল অঙ্গন হয় রণাঙ্গণ

এই যে দেখছ X অ্যাক্সিস
         এক সমতল
         পুকুরের জল
এলো মেলো ঢেউদের প্যারেড গ্রাউন্ড,
তারা পায়ে পায়ে গুনছে “এক দো এক”

ঘাটের কিনারা বরাবর
রেখায় রেখায় ঢেউদের মার্চ করে যাওয়া
মধ্যপুকুরে সূর্যরশ্মির Y  অ্যাক্সিস
       বয়সদের রৌদ্র বরাবর উপরনিচ বেড়ে ওঠা
সংসারের প্রতিবিম্বের প্রতিফলন ।

এই সব জীবন যাপনের সামাজিক দ্বিমাত্রিক ছবি
প্রতিটা পিক্সেলে , প্রতিটা বিন্দুতে , আপন অস্তিত্বের সংগ্রাম
           অভিযোগ, তর্ক, লাথা-লাথি, ডাইভোর্স...
এসবই সামরিক সজ্জার ফরমেশনে,
র‍্যাংক ও ফাইলে দাঁড়িয়ে গেলে
দিব্বি ছন্দোময় কুচকাওয়াজে
কদমে কদম মেলানো যায় ।

প্রমান চান ?
একটা ঢিল ছুড়ুন পুকুরে

জলের তল আন্দোলিত হবে, জলতলের ঘর্ষণে
জন্ম নেবে এক বিন্দু

বিন্দু ?

এর-ই সমাহার থেকে জন্মাবে
             এক অগ্রনী
             এক ঢেউ
অগ্রসর হতে থাকবে বক্রসমতলে
               পিছু পিছু
               কিছু কিছু
অন্য ঢেউদের বাহিনী
ঘটে যাবে Z অ্যাক্সিসের উত্তরণ

ট্রাই করে দেখুন
কখনো অখুশির আলোড়নে , কখনো খুশির উদ্দীপনায়
স্থান কাল পাত্র ভেদে ত্রিমাত্রিক এই ছবি
হৃদয়ে তরঙ্গানুভব আনে,  প্রাণে ঢেউ খেলে যায়

সেখানে সব ক জন সেনাপতি নয়

সেখানে কেউ একজনই কমান্ডার হয় ।

১০ সেপ্টেম্বর ২০১৩
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment