Saturday, August 10, 2013

তাম্বুলা

তাম্বুলা

প্রচন্ড প্রতাপে প্রথম প্রত্যুষে
আঁখি মেলে হঠাৎ মুদে গেল কিশলয়
টাং উঠাকে মারা
ওয়ান অ্যান্ড এইট
আঠারা-র বলিদান ।

ফাইনাল ক্লিয়ারেন্স পেয়েছে ফ্লাইট লেফটানেন্ট রায়
তাম্বুলার কোর্টে তার অপূর্ণ সংসার
রোজি কেঁদে হাহাকার

হাই টেনশনের তার এড়িয়ে
রানওয়ের টাচডাউন থেকে ঠিক কয়েক ফুট দূরত্বে
ফ্লাইট লেফটানেন্ট রায় অ্যান্ড খতরা
ওয়ান অ্যান্ড সেভেন , সতরা
তীরে এসে ডুবলো আমার তরী-
কাঁদ রোজি তুই কাঁদ
কাঁদ মাধবী তুই কাঁদ
কাঁদ সুমনা তুই কাঁদ ।

আর কত দূরে নিয়ে যাবে মোরে হে তাম্বুলা

মৃতপ্রায় যমুনার শ্বাসরোধী কান্না
নজর কমে আসে চোখে বৃদ্ধা দিবসের
যমিনীর তিমির ঠেলে প্রত্যুষের প্রতাপ
গ্রীষ্মের প্রথম দিবসে
এ কি এনে দিলে 'এ এন থার্টি টু' ?
এ কোন প্রহেলিকা , কোন পোস্টকার্ড
এ কোন ফুল ? নাকি ভুলের মাশুল ?

কারে তুমি বয়ে এনে দিলে সোনালী চিল ?
দুমড়ে মেরুদণ্ড, ঠাণ্ডা শরীর
ডান্ডা উইথ আন্ডা - দশ দিক জুড়ে
এ কিসের কলরোল ?
বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে ?
না চমৎকার নয় আজ,
ভাঁড়ার শূন্য করা রক্তনৈবেদ্য
সাজানো পূজার থালায়
টু অ্যান্ড ওয়ান - একুশে আইনে
তখন...
মর্গে হৃদয় জুড়াতে
বাঁধা পড়েছিল ফ্লাইট লেফটানেন্ট রায়
'ডি এন এ' র লাইনে ।

'ডি এন এ' বা  'আর এন এ' তে রেখে পুর্বপুরুষের ছাপ
সংগ্রামী সময়কে দিল রক্ত অভিশাপ
তরাইন হলদিঘাটি
রোজীদের কান্নার রঙে ভিজে গেছে আজ
তাম্বুলার আকাশ জীবন মাটি ।

৬ আগস্ট, ১৯৯৯
এয়ারম্যান বিলেট
নং ৩ উইয়িং, পালাম