Sunday, July 10, 2011

জীবাশ্ম


জীবাশ্ম // পীযূষকান্তি বিশ্বাস 

তোমার পার্বত্য বক্ষঃস্থলে জিহ্বা স্থাপন করে
আমি অনুভব করতে পারি
তোমার রোমে রোমে জমে আছে
শতাব্দীর পর শতাব্দী প্রতীক্ষায় কেলাসিত
জমাট লবন ।

তোমার সিঁথি যে আজও
যে কোন না হাঁটা গিরিপথ
তুমি যে আজও যে কোন
কুমারী নারী -

বেয়নটের ফলাকায় মাখানো অচেনা বিষ
ঘাড়ের পরে অহরহ বুলেটের নিঃশ্বাস
গ্রন্থিতে গ্রন্থিতে আর ডি এক্সের ধোঁয়া বাঁচিয়ে
বাঁচিয়ে রেখেছি এই প্রেম
পথ চেয়ে বসে আছে বিবাহ বাসর ।

আমি উল্লসিত !
ছায়াহীন অস্থিমজ্জায়
টের পাই তোমার শরীরের শীতল উত্তাপ
তোমার নিঃশ্বাস আমার উর্দি ভেদ করে
মিশে যাচ্ছে আমার শরীরে ।

সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড
করেছি শোধবোধ বিংশ বছরের ঋণ
অস্ত্র দিয়েছি ফেলে, ঊর্দি দিয়েছি খুলে
এখন আমার উত্তপ্ত অলিন্দে তোমার খোলা বুক
আমার শুষ্ক চোখে তোমার আর্দ্র স্বাধীনতা ,

তোমার হাতে রেখে হাত,
কপালে আটকে রেখে হাড় সাদা করোটি
গভীর তৃষার্ত চোখে ডুবিয়ে
অস্থিহীন চোখ
এক চুমকে শুষে নিয়ে সমস্ত কামনা
কানে কানে একটা কথাই বলতে এসেছি

আর পারছিনা মৌসুমী,
আমার পিপাসিত হৃদয়ে 
তোমার একবিন্দু রক্ত ছুঁইয়ে দাও

আমার অশরীরী আত্মা

জীবাশ্ম হয়ে যাক । 


সতওয়ারী, জম্মু
১২-০১-১৯৯৮

Friday, June 3, 2011

আমার কৈফিয়ত

আমার কৈফিয়ত 

দুহাতে এত ডলেছি মাংস দুপায়ে এত করেছি মার্চ
দুপাতায় হিসাব অসম্ভব বে-হিসাব জিন্দাবাদ ।

কী লিখি ভাষা জানিনা কি করি কায়দা শিখিনি
কি বিপদ বেকায়দা ইচ্ছা বোঝানো মুস্কিল ।

কতদূর দিল্লি চলেছি সেই কতশত হোঁচট খেলাম ভাই
কতগুলি হজম করে গুলি পেট গুলিয়ে যায় ।

ছুঁয়ে যায় রাডারের আন্টেনা ছুঁয়ে যায় গোলা মাথার চুল
ছুঁয়ে যায় কবিতা ভাবনা অসহায় এ পেন্সিল ।

খুঁজেছি ছাউনি থেকে ছাউনি খুঁজে খুঁজে হয়রান হাবিলদার
খোঁজা বেকার জীবন-স্রোতপথ চেনাবের গিরিখাত ।

মাঠে পড়ে ক্ষেত , সৈনিক শস্য মাঠে পড়ে সহস্রাধিক লাশ
মাঠ ঘুমায় বুকে শতশত ক্ষত নিয়ে ট্রেঞ্চ ভর্তি ইতিহাস

উড়ছে ধুলোঝড় ট্যাক্সি ট্রাকে উড়ছে সোনালি ডানার চিল
উড়ছে পত পত করে পতাকা কলিজা ছিদ্র করে ।

এই বুঝি আকাশ ভেঙে পড়ে এই বুঝি চার্জসিট হয়ে যায়
এই রে ঘুমিয়ে পড়ল গার্ড পেট বাঁচানো দায় ।

বলিদান আমার স্বাধীনতা বলিদান অদ্ভুত উদ্ভিদ প্রেম
বলিদান মানুষ জীবন যাপন প্রাণটা বেচে খাই ।

গুনগুনায় বারুদের ধোঁয়া গুনগুনায় কামানের ব্যারেল
গুনগুনায় মগজ, গরম শীসা সমকামী সঙ্গীত ।

বাবাগো গেলুম ধর না কেউ বাবাকে ধরল মায়ের বাপ
বাবারে ঊউফ কি যৌনতা কফিনে শুয়েও প্রেম ?

বসেছে বাপে সিংহাসনে বসেছে সাপের মাথায় তাজ
বসেছে পংপালের ভিড়ে পন্ডিত মহারাজ ।

এমনই রক্ত হল বিষ এমনই ইগো ভয়ঙ্কর  
এমনই আগুন ভরা মাইন রোমকুপ বিপাশা ।

জ্বলন্ত হেলিপ্যাড গুজনেক জ্বলছে স্কোয়াড্রন উইং
জ্বলছে একলব্য কানাচে ভাড়মে যা দুনিয়া ।

পাছে গুপ্তচর পড়ে আছে পাছে লোকে কিছু কয়
পাছায় ঘসে এ টি এফ এয়ারম্যান দৌড়ায় ।

শিরায় শিরায় ঠাসা বারুদ শিরায় শিরায় ভরা আগুন
শিরায় শিরায় মিশে সুরা নেশা মৃত্যুঞ্জয় ।

লড়ছে পন্ডিতের সাথে সিপাই লড়ছে জীবনের সাথে সৈনিক
লড়ছে জীবনের সাথে মৃত্যু পাঞ্জা বাজায় তালি ।

কে বোঝে মেরা দেশ মহান কে বোঝে স্বাধীনতার স্বাদ
কে বোঝে হিন্দু না মুসলিম সর্বহারা অভিজাত ?

শালারা কজনই বা হবে ? শালারা হাতে গোনা আঙুল
শালারা তবুও কি ভাবে যে আঙুলে নাচায় ?  

লুটে খায় ছারপোকা রাজনীতি লুটে বাড়ে রক্তবীজের ঝাড়
লুটে খায় দেশপ্রেমী বিধাতা মানুষ খাবি খায় ।

জীবনে মাটি চেটে দেখিনি জীবনে দেশপ্রেম হলো মিছে
জীবনের স্বাদই আলাদা সাধের বৈরাগী ।

উত্তর খুঁজছে বাগদত্তা উত্তর দক্ষিনে গেছে বেঁকে
উত্তর প্রশ্নে গেছে ঠেকে কিংকর্তব্যবিমূঢ় ।

চিমনির মুখে সাইরেন শংখ চিমনির মুখে হ্যারিসন তালা
চিমনির মুখে ঘি সক্কর আমরা পায়ুর ভ্রু ?

মনে হয় কানে আঙুল দি মনে হয় চোখে ঠুলি পরি
মনে হয় মুখে ঠেসে ধরে চিরিক চিরিক দি ।

বড় নয় হানাদার শত্রু বড় প্রেম দেশপ্রেমে বলিদান
বড় দান পেটে পড়লে দানা উপপাদ্যের মূল ।

বেড়ে চলে যমের মত ভয় বেড়ে চলে যমের মত খিদে
বেড়ে ভাত খাওয়ার শক্তি নাই বাড়া ভাতে ছাই ।

ভাগে কার কম পড়ে যায় কী ভাগাভাগি হিন্দু মুসলমান
ভাগীরথী ভোগ্য সবারই মিথ্যে দাবিদার ।

মুখে মুখে ওলাওঠা শ্বাস মুখে ওঠে রক্তবমি আজ
মুখে পচে অজীর্ণ গালাজ বন্দেমাতরম ।

পাহারা কাকেবা কার ? কেন পা হারায় দুপক্ষেরই ফৌজ
পাহাড়ের খাদে খাদে জমে জীবাশ্ম ইতিহাস ।

মাথার চুল ছিঁড়েছি খুব মাথাটার ঘিলু পচে সার
মাথাটার সেকেন্ডারী স্লেভে সিডি ঘুরপাক খায় ।

চলতি কথায় পরোয়া করিনা কারো চলতি কথায় থুকি রাজার মুখে
চলতি কথায় ফাঁক করে দেব সব উর্দি মুক্ত হলে ।

থাকি বা না থাকি ফুলি অপস্ থাক পড়ে পরমবীর-চক্র টি ও
থেকে থেকে ক্রিমেশন প্যারেডে শহীদ হে অমর ?

কুড়ি বছর গারদ সময় কাল কুড়ি এই হয়ে এল শেষ

কুড়িয়ে নেবে ইতিহাস পসথুমাস কর্পোরাল ।


১৮ মার্চ, ২০০০
এয়ারম্যান বিলেট
নং ৩ উইয়িং, পালাম