Thursday, January 16, 2014

গন্তব্য


দিনগুলি চলে যায়
খাঁচাগুলো খালি করে
দিনগুলো থেকে খাঁচাগুলির স্থায়ীত্ব নিয়ে কোলাহল

কাঁচা বাঁশেও ঘর থাকে না
বাসা খসে পড়ে
বাঁশ দাঁড়িয়ে থাকে
খসে পড়ার সাথে সাথে
দিনগুলি স্বর্ণময় হইয়ে ওঠে !

পতাকাগুলো উড়তে থাকে
বাঁশে জড়িয়ে থাকে রেশমী কাপড়
রং শুধু আলাদা হয় - ক্ষণস্থায়ী
রণাঙ্গন থেকে রনাঙ্গনে

তাই শেষ ইচ্ছা যদি

প্রস্তরীভূত হয়ে যাই কোন শহীদ মিনারে । 


০২ জানুয়ারী  ২০১৪
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

Tuesday, January 14, 2014

যুদ্ধের মহড়া

যুদ্ধের মহড়া


আমারও এক বক্ষ ছিল মৃত্যুঞ্জয়ী বারুদের এক নিরাপদ ঠিকানা
জীবন ঢেলে দিয়ে চেনাবের গিরিখাতে মরণপণ যুদ্ধের রক্ত স্রোতফেনা
পাহাড়ের খাদে খাদে জমে আছে সংগ্রামী সৈনিকের  লবনাক্ত ঘাম
সাইরেনের শব্দে পায়ে ফেলে পা, বর্ষার পিচ্ছিল পথে মার্চ বাম ডান বাম
অন্ধকার টাইগার হিল, মৎসের কনীনিকা লক্ষ্যভেদে তৈরী অর্জুনের তীর
সীমানার দেশরেখা টেনে ভূতলে নেমে আসে হিংস্র এক বিপক্ষ শিবির
পুড়িয়ে আসা পতাকা,পিছে ফেলে আসা ক্যাম্প, যুদ্ধক্ষেত্রের অমোঘ নিয়তি
বাঁ পাশে গহীন খাদ ,সামনে আঁধার , ডান পাশ দিয়ে ছুটে যাওয়া বুলেটের গতি
উরি ড্রাস কার্গিলের পর্ণমোচী আগুনের জমে যাওয়া চাংড়া বরফ
সিন্ধুর বুঁদবুঁদ স্রোতে ভেসে যাওয়া মাছেদের সেইসব নীল মৃত চোখ...

জীবন এখনো শ্রাবন, রাজপথে দেখি শহীদের মৃত ভাইদের প্রাণপনে লড়া
আজও টের পাই শিরায় শিরায় সেই রক্ত, পায়ে পায়ে সশস্ত্র যুদ্ধের মহড়া ।


০৬ জানুয়ারী  ২০১৪

মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

Saturday, January 11, 2014

অওর !! য়্যাস হো রাহা হে ?

অওর !! য়্যাস হো রাহা হে ?


সবুজের মাঝখানে ফুলে ফুলে রং ছিল বেশী
মধু ছিল কম।

চিৎ হয়ে কান ধরে
জিভখানা উল্টে রেখে ঠোঁটে
লেফট রাইট, লেফট রাইট
নাইট রোলকলের শেষে
এক ফ্লাইট নপুংশক মৌমাছি
মার্চ করে ঢুকে গেল মুঘল গার্ডেনের গভীরে।

এই সব ইট চুন পাথর পচা পরিখায়,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরা
এখনো গভীর শীতের রাতের পূর্ণিমার চেরা চেরা আলোয়
আধো ঘুমে আধো স্বপ্নে
নাইট প্যাট্রোলে
কাঁপা কাঁপা গলায় ফিস ফিস আওয়াজে
প্রেমালাপ করে।

--“হল্ট, হ্যান্ডস আপ, কোন আতা হে ? পাসওয়ার্ড ? ”
--“মেজর গুলাব শিং......”
--“জয় হিন্দ স্যার”
--“অওর য়্যাস কর রাহা হে, ব্লাডি শোতা হে ?”

থ্রি নট থ্রি হাতে বেল্টধারী শান্ত্রি গ্রেফতার হয় 
রাত্রের নিস্তব্ধতার বজ্রকঠিন হাতে।

জানুয়ারীর শীতের কুয়াশার পর্দা সরিয়ে
শৃঙ্খলার শৃঙ্খলে
যখন রক্তলাল স্বপ্নাতুর চোখে ঘুম ভাঙে রাত্রির
বাউজারের ট্যাপনল থেকে টপ টপ পড়তে থাকে
ফোটা ফোটা রোদ্দুর ...

সবুজের মাঝখানে ফুলে ফুলে রং ছিল বেশী
মধু ছিল কম।




০২ মার্চ  ২০০০
সুব্রত পার্ক, নতুন দিল্লি