Monday, June 24, 2013

Soldiers


When the sky painted with dark, the evening brushes up the twilight
The time stops here, the memories of day crawls on...
What can we do? We battle ! battle through the nights
So that, you can open your eyes with a colorful dawn.

I don’t know when and how ,  the date we started to fight
Every day of life, every moment, summer or winter
With caps on, boots on the feet, left right, left right
Every day, month, Jan or Feb, we march all the year.


Gifted by mighty god, I had  to fight over odd weather
And I thought I had a sky, free with air, a land off-course
The beautiful world around me, suddenly,  spat  with war
I found myself wrapped in uniform, holding guns and made a force.

The fights? who is a knight, who does win and who is the king?
Which religion is best? who owns the land? who owns the country?
I don’t have choice to have one? The war win a crown for your sibling
Where I am just an infantry soldiers to protect your boundary.




ফৌজি গান


যখন আকাশে মেঘের ফাকে                 আঁধফালি চাদ বারুদে ঢাকে
বন্দুক গুজে কাজের ফাকে                    কি আর করি তখন ?
(স্বপ্ন দেখা মানা), যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ           যুদ্ধ করে মন।

যুদ্ধ কাদের দেশের নাকি                      দেশবেড়া জাল সন্দেশে ফাকি
লাভের গুড় তো চুরি করে খায়               দেশপ্রেমী নেতা পিঁপড়ে পাখি

প্রেমের পরশ ? বুঝি হাতে চাঁদ               বেকায়দায় পড়ে করে আর্তনাদ
ছেড়ে দাও বাবা কেঁদে বেচে যাক             বেচারী বাছাধন।

যখন তোমার তাহার সন্ধি                    বিজয় তোমার আমি বন্দি
অন্ধকারার বন্ধ ঘরে                           কি আর করি তখন ?
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ                               যুদ্ধ করে মন।

যুদ্ধ নয় গো প্রেম চাই মনে                   হাল্কা দিশারী চোখের এক কোনে
ঠোট ছুতে চাই ওষ্ট প্রিয়ার                    জোৎস্না ভেজা বরফের বনে

পুড়ছে মদিরা পেট জলে ছাই                 ক্ষুধার জ্বালায় ভাই মারে ভাই
বেকার আগুনে পুড়ছে সিপাহী                জলন্ত ব্যাটেলিয়ন।

সিয়াচেন যখন সামরিক ঘাটি                 মুকুট তোমার আমার মাটি
বাম ডান বাম দিনরাত হাটি                  কি আর করি তখন ?
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ                               যুদ্ধ করে মন।

জীবন ঢেলেছে ভাড়মে মরণ                  হিতৈষীর বুকে রক্ত ক্ষরণ
গীটারের রণণ মিলেছে রণে                   তোমার কোরাসে আমার চরণ

গলা বুজে আসে বন্ধ হয় ভাষা                সুর উবে জাগে কন্ঠে পিপাষা
দুচোখে শুকায় স্বপ্ন আর আশা                সুকায়  সঞ্জীবন

সংগীত যখন থমকে দাঁড়ায়                   সুর হীন সুরা দুই হাত বাড়ায়
মুখে নিয়ে কার্তুজ ম্যাসিন গান               কি আর করি তখন ?

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ                               যুদ্ধ করে মন।


Wednesday, June 19, 2013

ভূস্বর্গ কাশ্মীর


ভূস্বর্গ কাশ্মীর

ক্যা রূপ নিখারা হ্যায়......
অস্তরাগের সৌন্দর্যে ফেটে পড়েছে শৈলশ্রেণী
রাগ আর রাগিণীতে ধ্বনিত উপত্যকা ।

গোধুলির রক্তিম আকাশ ঘুমিয়েছে
অল্টোকিউমুলাসে ভেজা সৈনিকের চোখের পাতায়

বুদ্ধ,  বিকাশ যদি একবার এসে দেখে যেত!
মাটি মায়ের দিব্যি, এমন সৌন্দর্য চিল্কায় কেন
পৃথিবীর কোথাও আমি দেখিনি
মাইরি বলছি...

রৌদ্রে সারাদিন উড়ে উড়ে মাতাল বাতাস
শ্রান্ত হয়ে থমকে এসে দাঁড়িয়েছে কোকের-নাগের ঝুটিতে

স্বর্গ-রশ্মি চুঁইয়ে চুঁইয়ে ঢুকে যাচ্ছে সিয়াচেনের নসঃনালিকায়
চারিদিকে জীবনের সমুদ্র সফেন
পুর্ণেন্দু, শঙ্খ, নিদেন পক্ষে জয় যদি একবার এসে দেখে যেতে পারত

নতুন মলাটে জীর্ন কাহিনী
ব্রান্ডেড বোতলে পুরানো ওয়াইন
টুরটুক , ড্রাস , কার্গিল, উরির উপত্যকায়
বরফের চাংড়ায় প্রতিবিম্বিত হয়ে আসছে
কামানের তোপধ্বনি !

ও কালো বউ , কার জন্য তোর শংখধ্বনি ?
কার মঙ্গলের এই কামন ? রোমান্টিকতা ?
তোর স্বামী বুঝি যুদ্ধ শেষে ফেরেনি ঘরে ?
তোর সাঁঝের বাতির রাঙা আলোক
কেমেন যেন হলুদ হয়ে আসছে...।

আঃ হাঃ হোয়াট এ বিউটি!!!

তোমরা সবাই যদি এসে একবার দেখে যেতে পারতে


সতওয়ারী, জম্মু

১২-০৪-১৯৯৭