Sunday, October 20, 2013

বিকানীরের সূর্যাস্ত


বিকানীরের সূর্যাস্ত

শান্তির অভিযানে যোদ্ধার অগ্নিপরীক্ষা ভুল হবে যদি ভাবো এটা সমর প্রাঙ্গন
মরুভূমির বুক কেটে বসে আছে রানওয়ে সারি সারি আননোন 'ইউ এফ ও'র উড্ডয়ন
কার আকাশ , মাটি কার ? প্রচলিত প্রশ্নে উত্তর খুঁজে ফেরে যত রাজ-পন্ডিত
বালিয়াড়ির গর্ভে তেজঃবিকিরণ-ঝড়মরুভূমির বুকে লেখে মরীচিকা হার-জিত
সীমানার তর্কে অসীম এক দ্বন্দ্ব , পাহারায় পাহারায় রেখা বদল দৈনিক
খুঁজে ফেরে দেশপ্রেম মদিরার বোতলে পেটেরই দায়ে পড়ে সিপাহীরা সৈনিক
বিকানীরের বিকালে বিশাল দিগন্তে ক্লান্ত নোনতা ঘাম লু হাওয়া লুটে খায়
তোমাকে আমার তখন মনে পড়ে অসীমা অ্যাংকলেট বুটপায়ে নেমে পড়ি রাস্তায়
একই ফ্লাইট লেফট রাইট, সার্ভিস ক্যাপ অন একই দিন রাত্রির গোধুলি গগন

দিগন্ত ডুবছে ঐ বালিয়াড়ির ওপারে ক্যানভাসে মুছে দিয়ে সামরিক জীবন ।


২ ফেবরুয়ারী ২০০৪
জয়সালমীর, রাজস্থান

No comments:

Post a Comment