Friday, October 18, 2013

পিরামিডের নীচে

পিরামিডের নীচে


সংগ্রামী কালবেলা, অনুযোগ কিংবা বিষাদে
স্রোতস্বিনী পাল্টালো তার টেরাকোটা রং
ফড়িং, ঘাস পাতা, কর্দমাক্ত নুড়ি পাথর
নিজেরই বক্ষে অস্তমিত সূর্যের স্যালুট নিয়ে
আবারও একটা নদী শহীদ হলো
আর
কবিরা ফিরে পেল স্বাধীনতা
শ্রান্ত কল্পনার ক্লান্ত শরীর, অক্ষৌহিনী পায়ের ঘর্মাক্ত কদম-বদল
সমস্ত রাত্রি জুড়ে
কুচকাওয়াজে খয়ে যাওয়া প্যারেড গ্রাউন্ড

এখানে কোন জল নেই
স্রোত আছে, মাংসপেশী, রক্ত, তরল ঘাম আর
পিরামিডের নিচে শুধু
পলিমাটি ফরমাস ।



২৭ অক্টোবর ২০১৩

মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment