Wednesday, October 2, 2013

কারাকোরামের পথে

তারপর যেতে যেতে যেতে পথে হঠাৎ একদিন
কারাকোরামের সাথে দেখা
কাছিমের খোলার মত আকাশ উল্টে
দাঁড়িয়ে আছে তার কাঁধে
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে
দিনরাত পাহারায়
সারি সারি সরলবর্গীয় উদ্ভিদের সাথে
তারা তাঁবু খাটিয়েছে ।


দেবদারু, শিশু, ফার, পাইনের বাহিনীতে
কারা গো রাম, কারাকোরাম
কারা রহিম ?
অগ্নিগর্ভ অভিযানের অহংকারী পদচিহ্ন
পেজা তুলোর মত শুভ্র তুষারপাতে
কবেকার হিমবাহে মিশে গেছে ।

কারাকোরামের আঁখি মুদে আছে শ্যাওলায়
দুঃখ জরা ব্যাধীতে সে বধির ও মূক
চমরী গায়ের দুধে হিমবাহী নদী
ভরে নেয় স্তন , অপুষ্ট বুক

ভূস্বর্গ কাশ্মীর
অগ্নিগর্ভা ফিনিক্সের পাখনা
বাপেরই নিজের গর্ভে জমেছে পাহাড়ী গণিত নিয়ে
দুর্গম জ্যামিতির প্রতিটা মাইলস্টোনে
খোদায় করে চলেছে সীমারেখা

কোথায় চলেছে এই রেখা ?
এই পথ ?

যে দিকেই তাকাই
মজদুর হিমালয়
নিজেরই পর্বত ভাঙতে থাকে
পাহাড়ী গ্রাম দুরমুস করে
পরিব্রাজকের পায়ে সড়ক বানায়

কারা এই পথচারী টাইগার হিল ? জুবার হাইটস ?
কারা এই রহিম,
কারা বা রাম ?
কাদের এই মার্গ, এই পথ ?

বেলচা,  কোদাল নিয়ে কঠিন দুহাতে
মাথাটা হাটুতে নামিয়ে
ফিবছর অবিরাম

কাদের ভাঙছ তুমি কারাকোরাম ?


১২ আগস্ট, ১৯৯৭
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment