Sunday, May 11, 2014

ঝাউ পাতা

ঘুমিয়েছো ঝাউপাতা  

ব্যাগপাইপারের দ্রবনে ডুবিয়ে জমাট ক্লোরোফিল
কার্তুজের বাক্সে গুঁজে বরফ সিক্ত মাথা
ঘুমিয়েছে ঝাউপাতা

কোমরে গোঁজা বিশ রাউন্ড কার্তুজ
শির শির শীতল ম্যাগাজিনে জমে যাচ্ছে
নাতিশীতোষ্ণ মেদ...
রক্তে ধুয়ে দেবে বলে ড্রাস কার্গিল
প্যারেনকাইমা , স্কেলেনকাইমা ভরে
জমিয়ে রেখেছে রেডিও আইসোটোপ

লেফট রাইট লেফট রাইট সীমানার ওপার থেকে
মার্চ করে হেটে আসা হিমশীতল হাওয়া
এই সশস্ত্র রাত্রি
পাহাড় থেকে পাহাড়ে
পাহারার নেশায় বুঁদ

ওরা ঘুমায় মাটির গন্ধ শুঁকে মাতাল হয়ে