Thursday, March 6, 2014

বুট

বুট / পীযূষকান্তি বিশ্বাস


রক্ত মাখিয়ে যে দুটি পা দিয়েছিলে
মাংসাশী বৃটিশের মুখে
র‍্যাডক্লিফের প্রতিটা কালির আঁচড়ে
ওরা তোমাকে উদ্ভিদ করে দিয়ে গেল

আংকল, বুটের তলাটা ক্ষয়ে গেছে
এবার ওটা চিলেকোঠায় তুলে রাখো

আর কত বদলাবে কদম?
গ্রান্ড ট্রাংক রোডের পাশে
পিচঢাকা সড়কের ধুলো উড়িয়ে চলে গেলো
বুরি নজর তেরা মুহ কালা ।

বুট দুটো তুলে রাখো আংকল
পা দুটো এখানেই থাক

আলতো পায়ে চলো ঘাস বনে ,
যেখানে চৈত্রের জ্যোৎস্না পড়েছে স্বাধীন ভূমিতে
যে পথে , পড়ে থাকা ঝরা পাতারা উড়িয়েছে
বসন্ত ডেকে এনেছে

আর পাহারা নয়,
বরং
পা-হারাই ।