সার্চ অপারেশন
১৪ অক্টোবর ২০১৩
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি
ইউনিটের শুনশান রাস্তায় 
এক কন্টিজেন্ট
এয়ারম্যানের জটলা
তখন হয়তো মাঝরাত হবে
পাঁচ রাউন্ড কার্তুজ আর
থ্রী নট থ্রী সহ
নিস্তব্ধতার ঘন অন্ধকারে 
কোন এক সান্ত্রী ‘এ ডব্লিউ এল’,
 
               নিখোঁজ
তাঁবুতে তাঁবুতে চলছে ‘ রোল কল’,
 
               অনুসন্ধান ।
এই সার্চ অপারেশনে আমার
কর্তব্য  কী 
আমায় কী খুঁজতে হবে 
 
           আলো ?
নাকি কোনো প্রেষণা 
নাকি কালো কালো রাত্রির
আড়ালে
আমিও ডিসার্টার হয়ে যাব ?
১৪ অক্টোবর ২০১৩
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি
 
No comments:
Post a Comment