Wednesday, October 2, 2013

মিগ টোয়েন্টি ওয়ান

মিগ টোয়েন্টি ওয়ান
----পীযূষকান্তি বিশ্বাস

করোটির দুদিকে দুটো গোল গোল কোটরে রক্তচক্ষু,
জ্বালিয়ে যুদ্ধ-জিঘাংসা
দুটো প্রসারিত চ্যাপ্টা চ্যাপ্টা ডানায়
পশ্চাতে এ টি এফ ঘসে
ভুস করে উড়ে গেল সুপারসোনিক মিগ টোয়েন্টি ওয়ান
রানওয়ে শুয়ে আছে বাসর শয্যায়
সঙ্গম হবে, আগুনের মিলনমেলায় ।

এক দো এক, এক দো এক
আলফা ব্রাভো চার্লি বিদেশী অশরীরীর টাটকা রক্তে
মধ্যরাত্রির পাহাড়ি ঘাসে
বড়াখানা আজ

শিশির আর মশকের সাপ্তাহিক বনভোজনে
শীত আর অসিতের প্রহরায়
এক তরুণ এয়ারম্যান জানুয়ারীর এমনই এক অমাবস্যায়
প্যাট্রোলিং নাইট ডিউটি করে ।

[সাইড ওয়াক]
"গুড ইভনিং স্যার"
অর্থাৎঃ সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন
"হাও আর ইউ, অর ক্যাইসা হ্যায়"
অর্থাৎঃবরফের ফাঁকে বুঝি ঢলে পড়ে চাঁদ
"স্ক্রাম্বল স্ক্রাম্বল"
অর্থাৎঃ বড় ভয়াবহ এ যে, বড় গতিময়
"মে ডে, মে ডে"
অর্থাৎঃখ্যাচর খ্যাচ, গাড়ি চালায় বংশীবদন
"স্টারবোর্ড ইঞ্জিন লিক"
অর্থাৎঃ শহর সে লেকে গাঁও তক চুঁইয়ে , চুঁইয়ে পড়ে দেশপ্রেম ।

[দু মিনিট কমার্সিয়াল ব্রেক]
আমি বড় হয়রান হে কমান্ডিং অফিসার , কিংকর্তব্যবিমূঢ়
কিসের যুদ্ধ এ ? কাদের লড়াই
নিজেরই বুকে ক্ষত নিয়ে কৃত্রিম সীমানার বড়াই ?
আমায় তুমি নিয়ে চল কোথাও,
হারিয়ে যাই জলঙ্গীর পারে
কৃত্রিমতার ওপারে কোন সবুজের ভিতরে ,
বারুদহীন, বারুবরণ দেশপ্রেমহীন

যেখানে কোন ধান ক্ষেত, 
কোন পল্লীর স্তব্ধতায়
মাটির নিকানো উঠানে দিন ডুবে যায় 
সাঁঝের আকাশে মুছে যায় দিগন্ত
ম্লান হয়ে আসে সমস্তরেখা

সাঁঝের বেলায় কৃষকবধুর হাতে প্রদীপ
দেশ বোঝে না, কাল বোঝে না
অন্ধকার ভরা রণক্ষেত্রে সীমানা খোঁজে না
মধ্যরাতে 
সম্পৃক্ত হয়ে ওঠে চূর্ণীর জীবনস্রোত

[পপ আপ এলার্ট]
"ক্রিং ক্রিং ক্রিং(হট লাইন)"
অর্থাৎঃএক্সকিউজ মি...
"আলফা আলফা আলফা, ক্রস ল্যান্ডিং, হ্যালো বেস কমান্ডার ? "
অর্থাৎঃ বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী  ?

[রিক্যাপ]
করোটির দু দিকে দুটো গোল গোল কোটরে
জ্বালিয়ে  যুদ্ধ-জিঘাংসা
দুর্দম প্রচণ্ড দেগে আগুনের গোলা
উড়ান দিয়েছে সুপারসোনিক মিগ টোয়েন্টি ওয়ান

তার স্ফুলিঙ্গের আলোয় আলোকিত হচ্ছে
চেনাবের সমস্ত গিরিখাত
বিপাশা , শতদ্রুর ঢেউয়ে, তার বিচ্ছুরিত আলোয়
সার্ভিস ক্যাপ অন
এক সামান্য এয়ারম্যান
তার জীবনের স্রোত খুঁজে ফেরে ।



৮ জানুয়ারী ১৯৯৬
সতওয়ারী, জম্মু এন্ড কাশ্মীর ।


No comments:

Post a Comment