Saturday, September 28, 2013

ওরা মার্চ করে


ওরা মার্চ করে


ধমনীর  স্রোতধারায় যে রক্ত
মানুষের হৃদয়ে আনে উচ্চ অভিলাষ
অর্থ, প্রেম, খ্যাতির চুড়ায় কীর্তিময় জীবনের গতি
ভালোলাগা অনুভুতি
ছোট বড় দুঃখ ব্যথা, আবেগী অভিমান
হৃদয়ে হৃদয়ে মিলে বিস্মিত অনুরণন
না-বলা ভাষা, সহস্র গল্প ও কথা
কন্ঠ মিলিয়ে বলায়
কাহিনী, কবিতা ।


মৃত্যুর চিতাকাঠ
প্রেমিকের ব্যর্থ প্রেম-নিবেদন
শিল্পীর ক্যানভাসে,
নীলাভ চোখের পাতায় অশ্রু থেকে ঝরে পড়ে
নারীদের সয়ে যাওয়া অলেখা রোদন
কিংবা বিগ্রহ বন্দনায়,
ভালোবাসার পূজারি 
প্রাকৃতিক সৌন্দর্য্যে মিশে হেমন্তের বাতাসে
কবিরা ফিরে ফিরে আসে ।

যেদিকে তাকাই
মানুষের প্রেম দেখে মুগ্ধ হয়ে যাই
সবুজের উপরে নীলাকাশ, উল্টে চাল
বীজখেতে পড়ে আছে চাষীদের হাল
এভাবেই
পৃথিবী জুড়ে,  পাকে ধান
ঘরে আসে সোনালী সন্তান
শান্তির স্বস্তিকা আনে শিশুর আগমন
সামাজিক জীবন গড়ে সুখী গৃহকোণ ।

জীবনের ধারা, কাল ও আজ
এক সামরিক মহড়া,
প্রতিপদে মেলানো এক ছন্দোময় কুচকাওয়াজ
দেশকে ঘিরে আছে একদল প্রহরী সেনা
রোদ ঝড় বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে      
সামাজিক জনতা কখনো ওদের
খবরও রাখে না ।

ওরা চিরকাল
যুদ্ধ লড়ে, হয়ে থাকে ঢাল
শত্রুর তীক্ষ্ণ তরবারির সামনে বক্ষ চিতিয়ে করে
জনতাকে আবডাল...

ওরা মার্চ করে
সামাজিক জীবনের কুটির বানাতে
বাঁশ - খুঁটির কাজ করে।

অশ্বখুরে উড়িয়ে দিয়ে শত্রুমুখে ধুলো
গুড়িয়ে দিয়ে হিংস্র বর্বরতা
সাম্রাজ্যবাদীর পাঞ্জা থেকে
ছিনিয়ে আনে স্বাধীনতা ।

ওরাও কাজ করে,
রাজপথে ,রাজ দরবারে
জলস্থলে, অন্তরীক্ষে, জঙ্গলে পাহাড়ে
এদেশে, বিদেশে, শান্তিতে যুদ্ধে, রোদ জল বৃষ্টিতে
পরীক্ষাগারে, রাসায়ানিক সৃষ্টিতে ।

একদিন রাজছত্র ভেঙ্গে পড়ে
মহা-অহংকারী অর্থনীতি চুরমার
রাজনেতা এসে বেদখল করে
সমস্ত মানবাধিকার...
জনপথ লুটিয়ে যায় , মুছে যায় গোধুলি
রক্ত রাঙা আকাশে
বিলীন হয়ে যায় কাহিনীগুলি,
এ সবও একদিন হারিয়ে যায় কালের অন্ধকারে
হিংসার ছিটা লেগে রক্ত হয় লাল
এমনিই গড়িয়ে যায় দিন, মাস, সাল,
রাঙিয়ে যায় রণভূমির মাটি
কলিঙ্গ, বক্সার, পানিপথ, তরাইন,
পলাশী , হলদিঘাটি ।

ঘোড়ার খুরে খুরে উড়েছে পথরেখা
জন্ম নিয়েছে দেশ, সাম্রাজ্য , এঁকেছে মানচিত্র
নবতর সীমানা হয়েছে লেখা
পাহাড়ের খাঁজে খাঁজে জমে জমাট রক্ত,
কৃষ্ণ ও কঠিন
 দিগ্বীজয়ী  হিংস্র শত্রুদের আক্রমণে দিনদিন
বর্ষার আবহাওয়া
আর্দ্র খাইবার গিরিপথ
দুর্গম গিরি চট্টান দাঁড়িয়ে
প্রতি বাঁকে জনপদ ।
প্রতি বাঁকে উঠেছে রক্তিম সুর্য, জনজাগরণ,
রাজপথে বিজয় মিছিল
পথ হয়েছে আরো লবনাক্ত,
কর্দমাক্ত ও পিচ্ছিল।

এই গিরিপথ ধরে,
হেঁটে এসেছে
লেফট রাইট লেফট রাইট
সেনা ও সেনাপতি
ডেকে এনেছে ওদের
মহাকাশের এক, কালো মহাকাল গতি
এক মহাযুদ্ধের পরিণামে--
এই মহাকাশ তলে
মিশে গিয়েছে ওরা, রণভুমির বুকে
পৃথিবীর কাদাজলে।

ওদের বিজয়রথ
পায়ে গুড়িয়ে বন্ধুর ভুমি
বন্ধু করেছে পথ।

হিংস্র অন্ধকার ঠেলে,
চোখে মুছে স্বপ্ন-ঘুম
জনপদ দেখবে বলে প্রশান্ত প্রভাত, 
সীমানার পারে ওরা তাই, টহলদারিতে
মার্চ করে সারারাত ।

ছাউনি থেকে ছাউনি, সীমানার ছাড়িয়ে সীমা,
শত শত রক্তাক্ত রণাঙ্গন থেকে রাজপথে নেমে,
লেফট রাইট লেফট, অষ্টপ্রহর , গ্রাম ও শহরে
ওরা মার্চ করে।

৬ আগস্ট, ২০১৩

মহাবীর এনক্লেভ,  নতুন দিল্লি

No comments:

Post a Comment