Wednesday, December 9, 2009

ঝিনুকের মুক্তা

ঝিনুকের মুক্তা

কার্তুজের আগুনে পোড়ে আধ ভাঙা চাঁদ
গ্লেসিয়ারের পারে আগুন বিছানো মাইনাস ।

আধা তরল ঘুমে সার সার বাঁধা সান্ত্রী,
উল্কার ফুল্কির উপরে এইচ ইউ ডিসপার্সাল
ডিসেম্বরের রাত্রি যেন ডিগবাজী খায়

এ যেন ভেল্কি, লাগবি তো লাগ !

চমৎকার চমৎকার ! !
অঝোরে ঘুমায় ঝিনুক বিতস্তার কাদায়।

নাইট প্যাট্রোলের হেপ্টর 
উড়ে যায় সীমানা পেরিয়ে
ভয়ংকর অন্ধকার ব্যুহ, তোলপাড় করে নীরবতা
সীমানা রক্ষার ভারে ভাঙে
রেখার সরলতা ।

ঢেউ তোলে সিন্ধু, 
তরঙ্গে তরঙ্গে ভাসিয়ে নিয়ে 
অবিরাম  গোঙানোর আওয়াজে পাড় ভাঙে বিপাশার

পাড় ভাঙে 
ঝিনুকের দু ঢালের মাংসল আবডালে
ভিতরে বেড়ে ওঠা মুক্তা,
নাকি মুক্তি ? 

চমৎকার চমৎকার ! !

লাগ ভেল্কি লাগ
কার্তুজের আগুনে পোড়ে আধ ভাঙা চাঁদ
সমস্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে
গ্লেসিয়ারের সফেদ বরফ যখন তুলো তুলো মাইনাস
পোয়াতি হৃদয় আমার কুরে কুরে খায় ।
অঝোরে ঘুমায় ঝিনুক বিতস্তার কাদায়।


২৯ মার্চ, ১৯৯৭
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment