Sunday, December 6, 2009

সিপাহী বিদ্রোহ



সিপাহী বিদ্রোহ


দিনকাল বড় গোলমেলে, গোলে গেল গজরাজ
বাতাস ছিদ্র করে ত্রিশুল, আকাশ ছাড়িয়ে আকাশ
রামধনু ছাড়িয়ে অগ্নি আর
যাবি কতদুর ?
মসজিদ পর্যন্ত ?
আর্টিলারি ফায়ারের কালো কালো ধোঁয়ায় মিশিয়ে সালফার-ডাই-অক্সাইড,
হাওয়া খায় পদকর্তা রামায়ণ গানে
ধূম্রকুন্ডলী মোচড় মেরে মেরে
জ্বালামুখে উগরে দেয় লাভা ।

ব্যাটারা খেয়েছিস নুন , গাবিনে গান ?
দেখছ ঘুঘু, দেখ নি ফাঁদ ?
গাঃ , গান গা।
হাওয়া খায় পদকর্তা রামায়ণ গানে

কার্গিল , ড্রাস, টুরটুকের প্রান্তরে,
বরফের চাদর বিছিয়ে টানটান শুয়ে 
পাছা উলটে গান গায় শানবাঁধা রানওয়ে ।

বাঁশের খোঁয়াড়ে বন্দী, বন্দে মাতরম
রাজপথে গান গায় হাতুড়ি ও কাস্তে ।

যারা পাপ করে নাই, ও হে পালের গোদা,
আবার বছর কুড়ি পরে 
যদি দেখা হয় তোমার আমার
মাইরি বলছি,
ঝলসে উঠবে বেয়নট

ওহে আডজুট্যান্ট, কমান্ডিং অফিসার ,
দোষ দিওনা আমায় নায়েক হাবিলদার

ফাটিয়ে দেব শক্তিশেল

গোলায় ফুরিয়ে এলে বারুদ,
বুকে বইছে একগঙ্গা রক্ত
ভরে নেব কামানের ব্যারেল

কিসের কোর্ট, কিসের ট্রায়াল
চার্জশীটের পাতায় পাতায় লিখব ইতিহাসের নতুন কবিতা

সিপাহী বিদ্রোহ।

১৯ মার্চ , ১৯৯৮
২৩ উইয়িং
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment