Monday, December 7, 2009

অস্ত্র সমর্পণ


অস্ত্র সমর্পণ

করবো না মার্চ আর যাব নাকো ফ্রন্টে
শান বাঁধা রানওয়ে হোক উত্তপ্ত
নুন খাই ধরি গান আরক্ত কন্ঠে
বাঁধা হাত, বাঁধা মাথা, বাঁধা নহে রক্ত


লেফট রাইট পায়ে পায়ে বিদীর্ণ পৃথ্বী
পরমানু বিক্রিয়ায় উবে যাচ্ছে গন্ধ
করি নাকো পরোয়া সৈনিক বৃত্তি
মৃত্তিকার চুম্বনে হয় হোক বন্ধ ।


অপরাধ শিকারীর, শিকার অনুতপ্ত
রক্তবীজের ঝাড় কুরুকুল বংশ
কার যুদ্ধ ? সীমা কার ? মাটি অভিশপ্ত
কার ভুল প্রশ্নে দুপক্ষই ধ্বংস ?


হিমবাহ সত্য,  ত্রেতা গলে সিন্ধু
যুগান্তর ভাঙ্গছে,  দুপাড়েই গঙ্গা
প্রবাহ তো মানুষের মুসলিম, হিন্দু

ওপারে সবুজ চাঁদ এপারে ত্রিরঙ্গা ।

১৬ জুন , ১৯৯৫
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment