Monday, December 7, 2009

পান্তা


পান্তা



এ গল্পটি পান্তা ভাতের পুরানো কাহিনী
জলে ও স্থলে, অন্তরীক্ষে সৈন্য বাহিনীর

বাসি থালা, হাভাতে ঘর, নেই পান্তায় নুন
শান্তির অন্বেষণে যুদ্ধ জ্বালিয়ে আগুন ।

নুনের খোঁজে ঝরে গেল লবনাক্ত ঘাম
পাকস্থলী ধুকছে ক্ষুধায় , মগজে সংগ্রাম ।

গুলি বন্দুক ব্যাটেল ট্যাংকি কামানের গোলা
বারুদে রান্না হবে পটল তোলা ।

মৃত্যুস্বাদ ! এক অতৃপ্ত জিভ !  রক্ত ঝরা লাল

পান্তা ভাতই ছিল ভাল পুড়িয়ে কপাল ।

২১ জুন , ১৯৯৭
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment