Sunday, December 6, 2009

মান ডে প্যারেড



মান ডে প্যারেড 
বায়ে মুড় ! তে চল ! অ্যাবাউট টার্ন এর মত ই
যখন কমান্ড হল - ডিটেল লোড...
এফ. ও. ডি. তে আচমকাই হোঁচট !

ট্যাক্সি ট্রাকে প্যারেড করতে করতে ভুলেই গেছিলাম যে
পৃথিবীর ভোরের বাতাসের সাথে
আমার প্রেম হয়ে গেছিল ।

বায়ে ঘুম ! ডাইনে দেখ্ !
স্যালুট করে ফিরে যায় নির্বাক অতীত
কোমরে বেল্ট , সার্ভিস ক্যাপ অন
লেফট রাইট লেফট রাইট
তে চলেসময় ।

ওরা, আমার বাপ দাদারা ,
হাতে তলোয়ার, বল্গা, জিনের উপর ঘোড়ায় সওয়ার
যারা গোল চক্করের স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে এই শীতে
আমাদের প্যারেড দেখে পলক ঝাপটায়
চুপিসাড়ে করে নেয় কদম বদল ।

ওদের ইউনিটে,
আমাদের প্যারেড প্রতি সোমবার...
ওদের বুটের তালে তালে মিলিয়ে যাই পা...
ওদের কমান্ডে, কদম কদম বাড়িয়ে যাই

'বায়ে মুড়', 'তে চল', 'অ্যাবাউট টার্ন' এর মত ই
যখন ওদের কমান্ড হবে

'ডিটেল ফায়ার' ...

প্যারেড গ্রাউন্ডকে পিছে ফেলে 
মার্চে মার্চে অজান্তেই এভাবে একদিন
পার হয়ে যাব এল. এ. সি.

হয়ত...
আমিও একদিন


পাথর হয়ে যাব শহীদ মিনারে। 


৩ জানুয়ারী  ১৯৯৯
সি পি আর ইউ,  পালাম, নতুন দিল্লি

No comments:

Post a Comment