Thursday, December 5, 2013

জলজ শ্যাওলা


জলজ শ্যাওলা

বুকেরই উপর এফোঁড়-ওফোঁড়
এক বিঘত জমি
গাড়া আছে এক বাঁও বাঁশ
উড়ছে জাতীয় পতাকা

ভু-ফোঁড়ে জনকের
প্রতিনিয়ত এই রকম শহীদ প্রসব

হা ঈশ্বর,
কে নিয়ে আসে এদের সংগ্রামী মৃত্যু ?

এ মাটি নয়তো প্রেম
এ পতাকা নয়তো কোন স্বাধীনতা
এ কোন ঘরের নিরাপত্তা বা রুটির কোন অভিযান
দারুচিনি দ্বীপের খোঁজে রণতরী যাত্রা ।

কোন এক ঘন কুজ্ঝটিকায়
যেন হঠাৎই আবিষ্কার করি আমাকে
আমার শরীরে নতুন উর্দির আবরন
ডোরাকাটা বাঘছাল,
কোমরে বেল্ট

এ কোন র‍্যাডক্লিফ নয়,
এ নয় কোন ম্যাকমোহন
সমগ্র সমুদ্রতট জুড়ে আন্তঃপ্রজাতির
সংগ্রাম মানচিত্র

বেলাভুমিতে আমারই পুর্বপুরুষের পদচ্ছাপ
দ্রাঘিমা থেকে দ্রাঘিমায়
যোগ্যতমের উদবর্তনে মার্চ করতে গিয়ে দেখি
বুটে বুটে জড়িয়ে আছে


জলজ শ্যাওলা ।

১১ নভেম্বর ২০১৩ 
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment