Tuesday, December 24, 2013

রাইফেল

রাইফেল

সালামী সাজে স্যালুট করলে
দিগ্বীজয়ী রাইফেল ও আকাশ দেখতে পায়,
কারাকোরামের গায়ে
শরীর এলিয়ে দিয়ে ঝুঁকে থাকে স্থির
নত মস্তক পামীর মালভুমি ।

গর্দনটা নিচে ঝুঁকিয়ে দেখলে মাটি দেখা যায়
যেখানে ঝরে পড়ছে প্রতিদিন
পরাজিত ঘাম ।

আমারও একটা শরীর আছে
এলিয়ে দিলে প্রেমিকার তুষার বুকে
সাদা চাদর বিছিয়ে দিনের শেষ আলোয়
ঘুমের দেশ অপেক্ষা করে
বরফ বিছানায় ।

ওখানে কিছু স্নোবুট
ওখানে আরো কিছু সৈনিকের পায়ের শব্দ হঠাৎ

স্যালুট !  

রক্তরঙের এক পতাকাকে সামনে রেখে 
মার্চ করে যাওয়া র‍্যাংক ও ফাইল
লেফট টার্ণ নিয়ে এসে দাঁড়ায়

তিন বার গুলিছোড়ার আওয়াজ হয়
উপত্যকা প্রতিধ্বনিত করে কারাকোরাম
সাক্ষী হয়ে থাকে ।

০৫ ডিসেম্বর ২০১৩ 
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment