Thursday, December 5, 2013

সিজ ফায়ার

সিজ ফায়ার 


নালিপথে প্রতিনিয়ত ঘুর্ণির,
রৌদ্রময় কোনএক যুদ্ধক্লান্ত দিনে
মেঘে ভিজে গেছে বারুদ ।

আগুনে আজ তার কোন লালসা নেই
দেশপ্রেমে নিঃশেষ
পিতল হাতে মাধুকরীতে বেরিয়েছে
ভিক্ষা পাত্রে পড়ে আছে খালি কার্তুজ
একটি দুটি ক্ষুদ্র মৃত্যু...

গৈরিক সাক্ষী এই পাহাড়ী গাঁও ,
ধবল পতাকা বিছিয়ে হিমশীতল জানুয়ারী
রোদ ঝড় বৃষ্টিতে,
একই ভাবে দুধারে দুপায়
সাক্ষী কারাকোরাম ।

এর পর
পাদদেশে এক পশলা যুদ্ধ সেরে নিয়ে
সৈনিকেরা রাইফেল উল্টো করে
বাটে বাটে টুপি ঝুলিয়ে
যে যার মত ক্যাম্পে চলে যায়


বারুদ ঘোষনা করে

সিজ ফায়ার ।

১৫ নভেম্বর ২০১৩ 
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment