Friday, December 6, 2013

বিদায়ী সঙ্গীত

বিদায়ী সঙ্গীত / পীযূষকান্তি বিশ্বাস

পংক্তি যখন ত্বরণ হারায় 
নশ্বর কবি থমকে দাঁড়ায়
কমা , দাড়িতে, ক্লান্ত দু-পায়
কি আর করি তখন
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ করে মন।

জীবন ঢেলেছে ভাড় মে মরণ
হিতৈষীর বুকে রক্ত ক্ষরণ
গিটারের রণণ মিলেছে রণে
তোমার কোরাসে আমার চরন

গলা বুজে আসে বন্ধ হয় ভাষা
সুর উবে জাগে কন্ঠে পিপাসা
দুচোখে শুকায় স্বপ্ন আর আশা
শুকায় সঞ্জীবন

সংগীত যখন থমকে দাঁড়ায়,
সুর হীন সুরা দুহাত বাড়ায়
পিছন ঠেকিয়ে দেয়ালের গায়
কি আর করি তখন ?
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ করে মন।

No comments:

Post a Comment