Friday, November 29, 2013

আর প্রতিবাদী হাতটা


আর প্রতিবাদী হাতটা

চাঁদিফাটা ধুলোমাটি বুকে
বর্ষার আর্দ্র ছোঁয়া পড়েনি বহুদিন
শুধু বুটে বুটে সংঘর্ষে স্ফুলিংগ
ছুটে আসে
তলপেট থেকে বমি করা রক্ত-আগুন ।

এভাবেই যুদ্ধ শারীরিক
ব্যাটেল, ট্যাংকি,  বা কোন গুলি বারুদ ছাড়াই
রৌদ্রে ঝলসান মরুভুমির ঢেউখেলা বালিয়াড়ির বুকে
কোন যৌন ব্যাখ্যা ছাড়াই
নিরন্তর মুখ ঘষে নেওয়া

স্রোতবাহী পদাতিক সৈন্যদল কদমে কদম মিশিয়ে
মার্চ করে এসে থামে এক কাঁধ ভুমি সজ্জায়,
এমনই পিপাসিত দিনে যখন বুক বেয়ে
বয়ে যায় তরুনী অলকানন্দা
ট্রিগারে ট্রিগারে আঙুলগুলি দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে
ব্যঞ্জনবর্ণগুলি
চেকপোস্টের ছায়া মেপে যায়

আর এই শালা প্রতিবাদী হাতটা
ট্রিগারকে দাবিয়ে রেখে
ক্রমশঃ হ্রস্ব হতে হতে

নিজেকে স্বরবর্ণেই গুটিয়ে রাখে ।

No comments:

Post a Comment