Tuesday, November 19, 2013

Beating Retreat

Beating Retreat

Where the line stops at the dot, 
We tread on the curve of straight courage
Installing a machine gun on bold shoulders, 
Grenades in italic hand
We do battle, 
We battle all the way.

The martyr 
Injects stream of life into fighting deaths 
Well wishers around
Experience series of secretion of blood in their heart, 
When the gun-powder spills over the bag-piper, 
The drum beats the retreat, then
We march with your chorus,
To tune your song.

When the music descend down to tired knees,
The guttural voice invites 
Eternal thirst of rhythm-less wine
What do we do between the lines ?  
We do battle,
We battle throughout the years.

বিদায়ী সঙ্গীত / পীযূষকান্তি বিশ্বাস

পংক্তি যখন ত্বরণ হারায় 
নশ্বর কবিতা থমকে দাঁড়ায়
কমা , দাড়িতে, ক্লান্ত দু-পায়
কি আর করি তখন
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ করে মন।

জীবন ঢেলেছে ভাড় মে মরণ
হিতৈষীর বুকে রক্ত ক্ষরণ
গিটারের রণণ মিলেছে রণে
তোমার কোরাসে আমার চরণ

গলা বুজে আসে বন্ধ হয় ভাষা
সূর উবে জাগে কন্ঠে পিপাসা
দুচোখে শুকায় স্বপ্ন আর আশা
শুকায় সঞ্জীবন

সংগীত যখন থমকে দাঁড়ায়,
সুরহীন সুরা দুহাত বাড়ায়
পিছন ঠেকিয়ে দেয়ালের গায়
কি আর করি তখন ?
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ যুদ্ধ করে মন।

----------- (ভাবানুবাদ)----------


https://www.facebook.com/softestpk/posts/10201547601505445

No comments:

Post a Comment