Monday, December 24, 2012

অ্যাটম বোম

অ্যাটম বোম

এক ঝাঁক তারা আর এক সন্ধ্যার অপেক্ষা
এক রাত ফুলশয্যার
লাভা উগরে উগরে ভর্তি করে দেব অ্যারোড্রোমের জরায়ু
ঘুম যায় ঐ চাঁদ মেঘ - পরীদের সাথে
কার বাঁশ কার হাতে
ধেনু চরে চেনাবের গিরিখাতে ।

একশো চুয়াল্লিশ ধারা এখানে                 
নিষিদ্ধ প্রমোদ ভ্রমণ
ভালো আছো কুমারী কুসুম মাতৃ জঠরে
ওখানেই ঘুমাও তুমি রক্তিম নক্ষত্র
পাছায় বারুদ ঘসে আমরা যারা বেরিয়েছি
কাছা বেঁধে গামছা, স্কন্ধে জাতীয় পতাকা
লেফট রাইট লেফট রাইট
সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মোর মনে সই
কার কাঠি কার হাতে
দামামা বেজে চলেছে ঝিলাম উপত্যকায় ।

পরম শীৎকারে পৌঁছাবে উচ্চতম অর্গাজমে
পল্লবিত হবে প্রেমের মুকুল
যারা মার্চ করতে করতে দেখছিল এক চোখ ঘুমিয়ে নেবার
মধ্যাহ্নের আগেই শীতের কুয়াশা
বয়ে নিয়ে এল
তাঁদের সূর্যাস্তের প্যায়গাম ,
তেপান্তরের মাঠের উপর তখন
রক্তের ছিটায় আগাম গোধুলি
ঊর্ধগগণে বেজে চলেছে সহস্র মাদল, চল চল চল...
কার চাবুক কার হাতে
মশা মাছি মরে, বিতস্তার খানা খন্দে ।

আর থাকতে পারিনা
স্নেহ অতি বিষম বস্তু
কর্নেল স্পেশালে ফুটছে দেশপ্রেম
একচুল দূরে,  এক ইশারার ব্যবধানে...
বনমালীগো তুমি পরজনমে হইও রাধা

ঘোমটায় মুখ ঢেকে এক ঝাঁক তারাদের মাঝে
ঐ আসে পূর্ণ যৌবনা সন্ধ্যা
নিউকে নিউকে ফাটিয়ে দেব জরায়ু
লাভা উগরে উগরে বন্যা বহিয়ে দেব
তোমার নাভীতলদেশ, মহাদেশ
গর্ভবতী করে দেব তোমায় পৃথিবী
অক্ষৌহিনী মৃত সন্তানে ।

২ জুন, ১৯৯৯
এয়ারম্যান বিলেট

নং ৩ উইয়িং, পালাম

No comments:

Post a Comment