মাতৃভুমি
এভাবেই কিছুদিন যাক
সিপাহির শরীরে ধুলো জমে জমে ভরাট হোক
বুলেটের ঘা
এভাবেই কিছুদিন যাক
যতদিন না , কাদাখোঁচা পাখি এসে ঠুকরে দিয়ে গা
ঘোষণা করে
শাওন এসেছে রে , বাদল এসেছে
বর্ষা আসুক এবার যুদ্ধ ক্ষেত্র জুড়ে
নীল আরো নীল আনবিক
আকাশের আরো গভীরে বোমারুর গর্জন
মাতৃভুমি শুয়ে আছে পোয়াতি হয়ে
মৃত্যু
- আরো ভয়ানক মৃত্যুর
জন্ম দেবে বলে ।
১৪ মে, ২০১২
রাউন্ড রক, টেক্সাস, আমেরিকা
No comments:
Post a Comment