Sunday, December 23, 2012

এ হৃদপিন্ডের কি করি

এ হৃদপিন্ডের কি করি // পীযূষকান্তি বিশ্বাস

এ হৃদপিন্ডের কি করি
যেখানে বুলেটের আগুনে পুড়ে পুড়ে বিষ কয়লা খুন
এক গাদা পুঁজ জমে জমে থকথকে কাদা ?
সেখানে
প্রেম ফুটে ফুটে হঠাৎই পংকজ ?


এখানে দুপুর হলে
আর ডি এক্সের বাদামি ধোঁয়ায়
কুয়াশা উত্তেজিত হয়ে ওঠে বাড়ে
দিগন্তে শিশ্ন ঠেকিয়ে বারোমাস দাঁড়িয়ে চেনার  
মোমবাতি চাঁদিয়াল ফেসে থাকে কিউমুলাস মেঘে ,
উলঙ্গ পাহাড়ের ফাঁকে ছিনিক ছিনিক
গিরিখাতে উপচে পড়ে শ্বেতকায় ফেনা ।

এ নেত্রের কী করি ?    
যেখানে পিঁচুটি বারুদের ধুলো
এক গাদা টি এন টি জমে জমে বালিয়াড়ি
সেখানে মৈথুন ইচ্ছা ? যৌণ জিজ্ঞাসা ?

টুরটুক থেকে ধেয়ে আসা ঠান্ডা হাওয়ায়
তুষার - মরীচিকায় এ আমি কী দৃশ্য দেখি ?
ছাল্লি দুপাট্টায় মুখ ঢেকে
ইশারায় ডাকছে কোন পাহাড়ি যুবতী ?
গোধুলির গা থেকে চুয়ে চুয়ে পড়ছে
টুকরা টুকরা অনুভুতি !

এ হৃদপিন্ডের কি করি
যেখানে বুলেটের আগুনে পুড়ে পুড়ে কয়লা কয়লা খুন
এক গাদা পুঁজ জমে কাদাকাদা
সেখানে
প্রেম ফুটে ফুটে পংকজ ?

২২ মে, ১৯৯৭
সতওয়ারী, জম্মু

No comments:

Post a Comment