Sunday, September 8, 2013

শারদীয়া দূর্গাপূজা ২০১৩


শারদীয়া দূর্গাপূজা



ধুপের ধোঁয়ায় বারুদের গন্ধ
পুজোর প্যান্ডেল সেজেছে রাংতার সজ্জায়
সেঁদিয়ে উঠেছে বিলের মাঠ, আমন চাষের মাটি
বাতাস মজেছে শিউলির সুগন্ধ শিহরণে...
ঢ্যাম কুড় কুড় , ঢ্যাম কুড় কুড়
ঢাকে পড়ল কাঠি ।


দুঃখ মোচনে শান্তির বার্তা
অসুর দমনে শঙ্খ হাতে, মায়ের আগমন।
বল দুর্গা মাই কি,
বল দুর্গা মাই কি


দুর্গা দুর্গতিনাশিনী, নাকি দুর্গেশনন্দিনী...
দুর্গাকে কাছে পায় কোন সন্তানে ?
সিন্ধুর তরল রক্ত প্রবাহ যখন
ঘাটের পাড়ে ধাক্কা লেগে ঢেউ কাদা কাদা ,
লুটিয়ে পড়ছে পায়ে কাশ বন সাদা সাদা,
তখন
সন্তানের স্কন্ধ থেকে, টেনে ছিঁড়ে
কেটে নিয়ে গেছে মাথা একে একে পাঁচ




সীমানার ওপারে বিপক্ষ সেনা,
এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ, সারিসারি সেনা
চন্ডী-মন্ত্রে বাঁধা হাত,
সাদা মেঘে মুদেছে চোখ শরতের বিকেল,


একটাও গুলি তাই ফায়ার হল না
একটাও দেহ ওদের শহীদ হল না ।


যারা সীমানার অধিকার নিয়ে
মর্ত বিজয়ে, বেরিয়েছে মহিষাসুর
ওরা কেটে নিয়ে গেল কার্তিকের ফসল
ধোঁয়াটে গন্ধে শুকায় সদ্য জাগা মাঠ
ডুকরে কাঁদছে রাত,
আঁধারের কাঁধে রেখে মাথা
শীতের কুয়াশা জমেছে, চোখের পাতায়, ভ্রুর কিনারায়
ঐ কে আসে রাঙা পায়ে, প্রশান্ত মুখ, নিটোল অবয়ব
চুলে তার ধুপের গন্ধ,
বার বার প্রতিবার, প্রতিবর্ষ ঘুরে
আসা যাওয়া তার,
কেউ বলে মা আসে, অসুরমর্দিনী !
কেন , কেন , কেন আসে সে ?
সন্তানেরে এগিয়ে দিয়ে সম্মুখ সমরে
কোন অসুর বধে হবে অকাল-বোধন ?


ধূপের ধোঁয়ায় বারুদের গন্ধ
পুজোর প্যান্ডেল সেজেছে রাংতার সজ্জায়
সাঁঝের আকাশে উঠেছে অনেক তারা
বারুদের ধোঁয়ায় ভালো ঠাহর করা যায় না
কোন তারাটি খসে গেল
কোন তারাটির বউ মরা
কোন তারাটির বর মরা
মরছে প্রতিপদে সংগ্রামী সৈনিক
মরছে প্রতিবাদী সন্তান দৈনিক
বার বার প্রতিবার, আসছে বছর
বল দুর্গা মাই কি গ্রাম ও শহর
শারদীয়ার বার্তা নিয়ে অসুর দমনে
তবু আসে মাতা কেন মর্তভ্রমণে ?


২৫ আগস্ট, ২০১৩


মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment