হীরানগর রেঞ্জে //পীযূষকান্তি বিশ্বাস
মার্চ পথে পড়েছিল এক দো এক
লেফট রাইট ঘুরপাকে 
আবাউট টার্ন
বাতাসে বারুদের সিগনাল
এক পা দুপা এগিয়ে আসছিলো 
শতছিদ্র পুড়ে যাওয়া টারগেট
ডিটেল ফায়ার !
আতিপাতি হাত পা ছুঁড়ে
সালফারডাই অক্সাইড সাঁতরিয়ে
বুকের গভীরে ডুব দিয়ে তুলে আনা  
হিম শীতল খনিজ অনুভুতি
অতল গভীরে তার লেয়ারে লেয়ারে স্থবীর
বুলেটের শায়িত মৃতদেহ 
পিত্তল পিচ্ছিল শরীর, মেদময় শরীরের মত
বারুদ স্থগিত থাকে
ঢাকা দিয়ে রাখে হলুদবরণ ঘুম ...
যেখানে চাঁদমারি
উস্কানি দেয় আর দাঁড়িয়ে ঠাই 
এই হীরানগর
রেঞ্জ
লাইন বাই
লাইন
তুমি , আমি,  নায়েক শতীশ কুমার,
হাভিলদার গাইকোয়াড়
ট্রিগারে আঙুল 
সন্ধ্যার বাতাসে বাদামী অক্সিজেন, 
দিগন্তে চমক পাহাড়ের কোল ঘেসে  
একদল হরিণ ছুটে যায়
নাভির নিচে গনগনে আগুন সামলিয়ে একটানে
আগামী লোনাবালার নিঃশ্বাস বুকে টানি ...
এখানেই অরগাজম !
সুইটস্পটে পাঁচ পা রেখে
বালির বস্তার পাশে ম্যাগাজিন খালি করে 
শুয়ে থাকে উত্তপ্ত ম্যাসিন গান ।
 
No comments:
Post a Comment