Thursday, August 7, 2014

ক্রিমেশন স্যালুট


ক্রিমেশন স্যালুট // পীযূষকান্তি বিশ্বাস

দাঁড়িয়েছিলে খাঁড়া গম্বুজের মত,  
টিলার ওপারে ঠাই স্থির,
দুপায়ে নামিয়ে চোখ
অনেক ভিড়ের উপর
ভিড়টা তোমাকে দেখছিলো,
কিন্তু
ভিড়টা বোধহয় তোমার জন্য ছিলো না

শুধু মেঘ মুখী পতাকায় উড়ছিলো
স্বাধীনতার রং
প্রতিটা রক্তবিন্দু মুছে দিয়ে কার্গিলের প্রান্তর
সন্ধ্যা গোধুলি হতে চেয়েছিলে বুঝি

এই টিলার পাদদেশে দাঁড়ানো
নুড়ি পাথর ও বৈশাখী
তুমি হেঁটে আসো খাইবার পার হয়ে
তোমার প্রতিটা পদক্ষেপে
বিন্দু বিন্দু ডটে

মানচিত্র হেঁটে যায়,  
সীমানা এখানেই পড়ে থাকে,
মুখ থুবড়ে

তুমি তাই হাঁটুমুড়ে বসে পড়ো পরিখার পাশে
মাটির খুব কাছে
দুমড়ে মুচড়ে
ঘাস কামড়ে ধরো

ত্রিরঙ্গা ওড়ে,
বাতাসে মুক্তির সুবাস

'স্যালুট'

একটা কথাই আমার কলমে উচ্চারিত হয়,
এতটাই স্পষ্ট 
ঠিক যতটা আওয়াজে তুমি বুঝতে পারো
তোমার বুলেট ছিদ্র বুকের উপরে

আমরা ফুলের মালা রেখেছি । 






No comments:

Post a Comment