Tuesday, January 14, 2014

যুদ্ধের মহড়া

যুদ্ধের মহড়া


আমারও এক বক্ষ ছিল মৃত্যুঞ্জয়ী বারুদের এক নিরাপদ ঠিকানা
জীবন ঢেলে দিয়ে চেনাবের গিরিখাতে মরণপণ যুদ্ধের রক্ত স্রোতফেনা
পাহাড়ের খাদে খাদে জমে আছে সংগ্রামী সৈনিকের  লবনাক্ত ঘাম
সাইরেনের শব্দে পায়ে ফেলে পা, বর্ষার পিচ্ছিল পথে মার্চ বাম ডান বাম
অন্ধকার টাইগার হিল, মৎসের কনীনিকা লক্ষ্যভেদে তৈরী অর্জুনের তীর
সীমানার দেশরেখা টেনে ভূতলে নেমে আসে হিংস্র এক বিপক্ষ শিবির
পুড়িয়ে আসা পতাকা,পিছে ফেলে আসা ক্যাম্প, যুদ্ধক্ষেত্রের অমোঘ নিয়তি
বাঁ পাশে গহীন খাদ ,সামনে আঁধার , ডান পাশ দিয়ে ছুটে যাওয়া বুলেটের গতি
উরি ড্রাস কার্গিলের পর্ণমোচী আগুনের জমে যাওয়া চাংড়া বরফ
সিন্ধুর বুঁদবুঁদ স্রোতে ভেসে যাওয়া মাছেদের সেইসব নীল মৃত চোখ...

জীবন এখনো শ্রাবন, রাজপথে দেখি শহীদের মৃত ভাইদের প্রাণপনে লড়া
আজও টের পাই শিরায় শিরায় সেই রক্ত, পায়ে পায়ে সশস্ত্র যুদ্ধের মহড়া ।


০৬ জানুয়ারী  ২০১৪

মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি

No comments:

Post a Comment