Saturday, January 11, 2014

অওর !! য়্যাস হো রাহা হে ?

অওর !! য়্যাস হো রাহা হে ?


সবুজের মাঝখানে ফুলে ফুলে রং ছিল বেশী
মধু ছিল কম।

চিৎ হয়ে কান ধরে
জিভখানা উল্টে রেখে ঠোঁটে
লেফট রাইট, লেফট রাইট
নাইট রোলকলের শেষে
এক ফ্লাইট নপুংশক মৌমাছি
মার্চ করে ঢুকে গেল মুঘল গার্ডেনের গভীরে।

এই সব ইট চুন পাথর পচা পরিখায়,
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরা
এখনো গভীর শীতের রাতের পূর্ণিমার চেরা চেরা আলোয়
আধো ঘুমে আধো স্বপ্নে
নাইট প্যাট্রোলে
কাঁপা কাঁপা গলায় ফিস ফিস আওয়াজে
প্রেমালাপ করে।

--“হল্ট, হ্যান্ডস আপ, কোন আতা হে ? পাসওয়ার্ড ? ”
--“মেজর গুলাব শিং......”
--“জয় হিন্দ স্যার”
--“অওর য়্যাস কর রাহা হে, ব্লাডি শোতা হে ?”

থ্রি নট থ্রি হাতে বেল্টধারী শান্ত্রি গ্রেফতার হয় 
রাত্রের নিস্তব্ধতার বজ্রকঠিন হাতে।

জানুয়ারীর শীতের কুয়াশার পর্দা সরিয়ে
শৃঙ্খলার শৃঙ্খলে
যখন রক্তলাল স্বপ্নাতুর চোখে ঘুম ভাঙে রাত্রির
বাউজারের ট্যাপনল থেকে টপ টপ পড়তে থাকে
ফোটা ফোটা রোদ্দুর ...

সবুজের মাঝখানে ফুলে ফুলে রং ছিল বেশী
মধু ছিল কম।




০২ মার্চ  ২০০০
সুব্রত পার্ক, নতুন দিল্লি

No comments:

Post a Comment