দিনগুলি চলে যায়
খাঁচাগুলো খালি করে 
দিনগুলো থেকে খাঁচাগুলির স্থায়ীত্ব নিয়ে কোলাহল
কাঁচা বাঁশেও ঘর থাকে না
বাসা খসে পড়ে
বাঁশ দাঁড়িয়ে থাকে
খসে পড়ার সাথে সাথে 
দিনগুলি স্বর্ণময় হইয়ে ওঠে ! 
পতাকাগুলো উড়তে থাকে
বাঁশে জড়িয়ে থাকে রেশমী কাপড়
রং শুধু আলাদা হয় - ক্ষণস্থায়ী
রণাঙ্গন থেকে রনাঙ্গনে 
তাই শেষ ইচ্ছা যদি
প্রস্তরীভূত হয়ে যাই কোন শহীদ মিনারে । 
০২ জানুয়ারী  ২০১৪
মহাবীর এনক্লেভ, নতুন দিল্লি
