Wednesday, June 19, 2013

ভূস্বর্গ কাশ্মীর


ভূস্বর্গ কাশ্মীর

ক্যা রূপ নিখারা হ্যায়......
অস্তরাগের সৌন্দর্যে ফেটে পড়েছে শৈলশ্রেণী
রাগ আর রাগিণীতে ধ্বনিত উপত্যকা ।

গোধুলির রক্তিম আকাশ ঘুমিয়েছে
অল্টোকিউমুলাসে ভেজা সৈনিকের চোখের পাতায়

বুদ্ধ,  বিকাশ যদি একবার এসে দেখে যেত!
মাটি মায়ের দিব্যি, এমন সৌন্দর্য চিল্কায় কেন
পৃথিবীর কোথাও আমি দেখিনি
মাইরি বলছি...

রৌদ্রে সারাদিন উড়ে উড়ে মাতাল বাতাস
শ্রান্ত হয়ে থমকে এসে দাঁড়িয়েছে কোকের-নাগের ঝুটিতে

স্বর্গ-রশ্মি চুঁইয়ে চুঁইয়ে ঢুকে যাচ্ছে সিয়াচেনের নসঃনালিকায়
চারিদিকে জীবনের সমুদ্র সফেন
পুর্ণেন্দু, শঙ্খ, নিদেন পক্ষে জয় যদি একবার এসে দেখে যেতে পারত

নতুন মলাটে জীর্ন কাহিনী
ব্রান্ডেড বোতলে পুরানো ওয়াইন
টুরটুক , ড্রাস , কার্গিল, উরির উপত্যকায়
বরফের চাংড়ায় প্রতিবিম্বিত হয়ে আসছে
কামানের তোপধ্বনি !

ও কালো বউ , কার জন্য তোর শংখধ্বনি ?
কার মঙ্গলের এই কামন ? রোমান্টিকতা ?
তোর স্বামী বুঝি যুদ্ধ শেষে ফেরেনি ঘরে ?
তোর সাঁঝের বাতির রাঙা আলোক
কেমেন যেন হলুদ হয়ে আসছে...।

আঃ হাঃ হোয়াট এ বিউটি!!!

তোমরা সবাই যদি এসে একবার দেখে যেতে পারতে


সতওয়ারী, জম্মু

১২-০৪-১৯৯৭

No comments:

Post a Comment