বাজী
তোমাদের পায়ে সঞ্চিত যত সীমানার অক্ষুনতা,
বরফ সিক্ত পাহাড়ের বাঁকে জমে আছে সেই কথা
না পাওয়ার ব্যথা রাত নীরবতা বুক বেয়ে ওঠা হাই
তাবুর ভিতরে মদিরার শিখায় জ্বলে পুড়ে হয় ছাই,
ফৌজির কানে গানে গানে কোন ভ্রমরা গিয়েছে কয়ে
বারুদের ভাষা মিঠা লাগে বড়, ভালোবাসা যায় হয়ে
হিমেল আঁধারে শতদ্রুর বুকে মুছে ফেলে গ্লানি
ক্লেশ
রাত্রির চোখে শিশির বুলিয়ে ঘুমিয়েছে সারা দেশ
।
কার বা রাজ , কার কেনা মাটি,
কোন সীমানার
দাগ
কার পতাকা , কার কিযে রং, কেবা করে দেশ ভাগ
পতাকা তবুও লুটতে দেবোনা জীবনকে বাজী রেখে
মৃত্যুর কোন রং আছে কি শুধাবো মৃত্যু ডেকে ।
সতওয়ারী, জম্মু
১২-০১-১৯৯৮
No comments:
Post a Comment