Friday, March 25, 2022

সংক্ষিপ্ত বায়োডাটা

 পীযূষকান্তি বিশ্বাস । জন্ম ১৯৭৫ হাট বহিরগাছি, জেলা নদীয়া, পশ্চিমবঙ্গ , ভারত । পিতা জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস ভাবগান গায়ক ।  মাতা, করুণাময়ী বিশ্বাস ।  কবি পীযূষকান্তি বিশ্বাস স্কুল জীবনে লেখালেখি করলেও সেই সমস্ত কাজ আজ সংগ্রহে নেই । ১৯৯২ সালে তিনি রাণাঘাট কলেজ থেকে ১২ ক্লাস পাশ করার পর ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন । সেই সময়কার কিছু কবিতা বিভিন্ন ব্লগে পাওয়া যায় । ১৯৯৮ সালে তিনি দিল্লিতে পোস্টিং নিয়ে আসেন . এখান থেকে প্রকাশিত 'কথাঞ্জলী' পত্রিকার মাধ্যমে তার পরবর্তী জীবনের কবিতা যাপন শুরু হয় । ২০১৪ এ দিল্লি হাটার্সের সম্পাদক দিলীপ ফৌজদারের সহায়তায় তার প্রথম কবিতার বই  'ঘুমঘর' দিল্লির বইমেলায় প্রকাশিত হয় । ২০১৬ তে তার  দ্বিতীয় কবিতা গ্রন্থটি 'আকাশ চুম্বন' নামে কলকাতার অভিযান পাবলিশার্স  প্রকাশ করেন । কবিতা লেখা ছাড়া, পীযূষকান্তি বিশ্বাস বাংলা সাহিত্য পরিসরে, বিভিন্ন ব্লগে ও সোস্যাল মিডিয়ায় কবিতা ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ লিখে থাকেন ।  এ ছাড়া, সম্পাদক হিসাবে তিনি সম্পাদনা করেছেন 'শূন্যকাল' ওয়েব ম্যাগাজিন । বর্তমানে দেহলিজের সম্পাদনা ও পরিচালনার দায়িত্বে আছে কবি পীযূষকান্তি বিশ্বাস ।




কবি পরিচিতি

পীযূষকান্তি বিশ্বাস দিল্লির বাঙালী কবি । জন্ম ১৯৭৫, নদীয়া, পশ্চিমবঙ্গ , ভারত । স্কুল জীবনে লেখালেখি করলেও সেই কাজ সংগ্রহ করা নেই ।স্কুল শেষ হতে না হতেই ভারতীয় বিমান বাহিনীতে যোগদান করেন । সেই সময়কার কিছু কবিতা পাওয়া যায় যেগুলো তিনি জম্মু ও কাশ্মীরে পোস্টিং
থাকাকালীন লিখেছিলেন । ১৯৯৮ সালে তিনি দিল্লিতে পোস্টিং নিয়ে আসেন এবং কার্গিল যুদ্ধে তিনি বিমানবাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করেন । আর্মি জীবনের কিছু অলেখা কথা তার কবিতায় বিশেষ ভাবে স্থান পায় । তখন দিল্লি থেকে প্রকাশিত 'কথাঞ্জলী' প্রত্রিকার সাথে যুক্ত ছিলেন । ২০০৫ সালে কদম বদল । বিমানবাহিনী ছেড়ে দিয়ে সফটওয়ার ইঞ্জিনীয়ার হিসাবে মাল্টিন্যাশনালে যোগদান করেন । নিয়মিত লেখালেখি ২০১০ এর পরেই ।  ২০১৪ এ তার প্রথম কবিতার বই  'ঘুমঘর'  দিল্লির বইমেলায় দূরত্ব পাব্লিকেশ থেকে প্রকাশিত হয় । বইটি কবিবন্ধুদের মধ্যে বিশেষ ভাবে প্রশংসিত হয় । তার দ্বিতীয় বইটি 'আকাশ চুম্বন' ২০১৫ কলকাতা বইমেলায় অভিযান পাব্লিশার্স থেকে বের হয় । এ ছাড়া 'বাঁধা নয় রক্ত' একটি বই 'ই-বুক' হিসাবে পাওয়া যায় । বর্তমানে দিল্লি থেকে প্রকাশিত দিগঙ্গন পত্রিকার সম্পাদক মন্ডলীতে আছেন ।

No comments:

Post a Comment