Saturday, April 26, 2014

চল ক্যান্টে

চল ক্যান্টে // পীযূষকান্তি বিশ্বাস

চল ক্যান্টে,
যেখানে মাটিতে গেঁথে আছে তাবুর শিকল
অস্ত্রাগারে জমে আছে শুনশানি বারুদ
যেখানে শতাব্দী জুড়ে স্তুপ হয়ে চলেছে
সিপাহীদের নিঃশ্বাস ...


চলো সিঁদ কাটি সিপাহীর ব্যারাক
যেখানে সীমানা রক্ষী লিখছে
রণভুমির রোজ নামচা
আর তূনে তূনে জমে সমর কৌশল

যেখানে নীল পেগাসুস
আহত হওয়ার আগে  সৈনিকের রক্তে ডুব দিয়ে
নিভিয়ে ফেলে হাউৎজারের অ্যাঁক অ্যাঁক ধুঁয়া
বুকের উপর ফাটিয়ে কামানের গোলা
ঘুমিয়ে পড়ে একে একে ব্যাটেলিয়নের
বাঘা হাভিলদার

চলো ক্যান্টে, ঘুম চুরি করি
যেখানে শীতল মানচিত্র
এতটাই উঁচুনিচু গাড়োয়াল
এই কুজ্ঝটিকায় আবৃত এই যুদ্ধের প্রান্তর,
ও দিকটা বারুদের গরম বাজার
এ দিকটা চড়া চাহিদার
শীতল ঘুমের বেচাকেনা ;


যেখানে পাহারায় পাহারায়
প্রতিদিন পা হারায়
ন্যাতিয়ে পড়া ক্লান্ত প্যারেড গ্রাউন্ড...


অলকার মেদভহুল শরীরে নিলামে উঠেছে
ডিফল্টার ঘুমের আড়ত
কোমরের মেদবহুল খাঁজে যদি রাখি একখানি  গ্লসি পেপার
প্রিন্ট হয়ে আসবে এখনি ভাত ঘুম ,

যেখানে  আর এস বি এন গার্ডপোস্ট, টিলাটির  উপর
আঙ্গুলে ট্রিগার চেপে সসস্ত্র যক্ষ,
সমকামী মেঘবালক এসে তার গা ঘসে যায়,
একা,
একাই আমি
একাকী দাড়িয়ে দেখি জ্বলে ওঠা কার্বন

চলো ক্যান্টে,
ঘুম চুরি করি
যেখানে গ্রীন গেরুয়ায় আডজুট্যান্টের দরজা
ম্যাগাজিনের বুলেট গুনতে গুনতে আঙুলের ফাঁকে
একাকী পুড়ে যাচ্ছে আমার ছুটির দিনগুলো

অন্ধকার ঘেরা  ক্রিমেশন প্যারেডে
ওরা ও প্যাটেন্ট করে নিতে চেয়েছিলো
ম্যক্সওয়েলের নরম গদি বিছানা ...
বিক্রি হয়ে যেতে পারে সমস্ত ঘুমকণা

ছাউনিতে ছাউনিতে জমা হয়ে আছে সেই সব অন্ধকার ভল্ট
শহীদের টান টান পিটুইটারী গ্রন্থী থেকে ইনজেকশন আউট করে
বের করে জড়ো করা হচ্ছে এক্সেস ঘুম ডিপোজিট
অনাবৃত পড়ে রয়েছে স্তুপাকৃত ঘুমের বালিয়াড়ি

শত শত সৈনিকের,  আরোও কাঁচা পাকা ঘুম,
প্যাকেট প্যাকেট লিকুইড ঘুম
পলটনে জমা হয়ে জং ছিঁড়ে যায়


চল ক্যান্টে,
ঘুম চুরি করি...


No comments:

Post a Comment