Monday, February 3, 2014

দিল্লি

দিল্লি


আরো একটু কাছে এসো সবুজ পাতা
মাটির আরো কাছে, লোধি গার্ডেনের পাথুরে উঠানে,
যেখানে সুলতানী সিপাহীদের তারুণ্যের গন্ধ এখনও মুচ মুচ,
হাতের উপরে মেলে দিয়ে শাখা প্রশাখা
সারিবদ্ধ কুচকাওয়াজের হেঁটে যাওয়া পথ

এই পথ ইন্দ্রপ্রস্থমুখী ,
তরাইন থেকে হেঁটে আসা মোহম্মদ ঘোরীর তাজা ধুলোছাপ
চুন বালি ও শ্যাওলার খাঁজে খাঁজে এখনো সফদরজংগ,
ইলতুৎমীসের প্রস্তর শহরে
যুদ্ধসজ্জায় দাঁড়িয়ে যুবক হাভিলদার

দেখ,  ঐ উঁকি মারে পোড়ামাটির কুতুব মিনার
ওখানে নজর নিবদ্ধ করো
দেখবে রাত্রির আকাশ তোমার চোখ জুড়ে ফুটিয়ে তুলেছে
হাজার বছর ধরে পথ হাঁটা
কুতুবউদ্দিনের ঘোড়া !

বাবরের যে কামান একদিন ছিঁড়েছিলো পানিপথের ঢেউখেলা বুক,
ইতিহাসের খয়েরী পাতা থেকে
ঐ দেখোস্রোতবাহী যমুনার চরে এক পলকে চেয়ে আছে অশ্বারোহী
এক যুব রাজকুমার,
কালিন্দীকুঞ্জের অগভীর জলাশয়ে বিপ্রতীপ ছবি হয়ে 
হুমায়ুন এখনো ঠায় দাঁড়িয়ে এখনো স্থির

পুরানা কিলার আঁধারে প্রস্তরীভূত হয়ে উঠেছে কবুতরের ডানা
রাঙা টিউলিপের পরাগে পরাগে জমে আছে পুরানো বিকেলের রোদ
পুকুরের কলমীর গন্ধে ভরা জলে ভেসে ভেসে
হাঁসেরা পেড়ে যাচ্ছে নিষিক্ত ডিম ...
আর দিনরাত্রি পাহারায় রাজপথে
আজ রাজধানী দিল্লি এখনো সজাগ জেগে আছে ।



No comments:

Post a Comment